ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রীতি ফুটবল, স্পেন-কলম্বিয়া ম্যাচ অমীমাংসিত

উরুগুয়েকে উড়িয়ে দিল ইতালি

প্রকাশিত: ০৩:৫৭, ৯ জুন ২০১৭

উরুগুয়েকে উড়িয়ে দিল ইতালি

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে ইতালি। আন্তর্জাতিক প্রীতি ফুটবলে দাপুটে জয় পেয়েছে চারবারের বিশ্বচাম্পিয়নরা। বুধবার রাতে উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইতালি। আরেক ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ২-২ গোলে রুখে দিয়েছে কলম্বিয়া। ফ্রান্সের নিসে অনুষ্ঠিত হয় ইতালি-উরুগুয়ে ম্যাচ। ম্যাচে খুব একটা লড়াই করতে পারেনি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। শুরুতেই প্রতিপক্ষের ভুলে এগিয়ে যাওয়া ইতালির হয়ে গোল করেন এডের ও ড্যানিয়েল ডি রোসি। ম্যাচের শুরুতেই নিজেদের ভুলে গোল খেয়ে বসে উরুগুয়ে। লরেঞ্জো ইনসিনিয়ের বাড়ানো বল ডি বক্সে বুক দিয়ে নামিয়েছিলেন আন্দ্রেয়া বেলোত্তি। বল তার নিয়ন্ত্রণে ছিল না। কিন্তু সেটাই বিপদমুক্ত করতে গিয়ে জোরালো শটে নিজেদের জালে পাঠিয়ে দেন এ্যাটলেটিকো মাদ্রিদ ডফেন্ডার জোশে মারিয়া গিমেনেজ। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করতে পারতেন বেলোত্তি। কিন্তু টোরিনোর এই ফরোয়ার্ডের শট রুখে দেন উরুগুয়ে গোলরক্ষক মুসলেরা। ৩৯ ও ৪১ মিনিটে আরও দুটি সুযোগ নষ্ট করেন চিরো ইম্মোবিলে। ইতালির নিয়মিত গোলরক্ষক ও অধিনায়ক জিয়ানলুইজি বুফনের জায়গায় নামা জিয়ানলুইজি ডোন্নারুম্মাকে বিরতির আগে তেমন কোন পরীক্ষায়ই ফেলতে পারেনি লুইস সুয়ারেজকে ছাড়া খেলতে নামা উরুগুয়ে। বিরতির পর সেরা সুযোগটি পায় ইতালি ম্যাচের ৭৫ মিনিটে। কিন্তু ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট হেড করেন বদলি নামা ফরোয়ার্ড এডের। দুই মিনিট পর একজনকে কাটিয়ে ডি বক্সে ঢুকে বদলি নামা আরেক ফরোয়ার্ড এল শারাউইয়ের নেয়া শট রুখে কর্নারের বিনিময়ে রোখেন মুসলেরা। ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ডানদিক থেকে বদলি নামা মানোলো গাব্বিয়াডিনির ক্রসে গোলমুখ থেকে বল জালে পাঠান এডের। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে তিন নম্বর গোল পায় আজ্জুরিরা। গোলটি করেন ড্যানিয়েল ডি রোসি। ম্যাচের শুরুতে আত্মঘাতী গোল করা গিমেনেজ ডি বক্সে এল শারাউইকে ফাউল করলে পেনাল্টিটি পায় ইতালি। ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে আগামী রবিবার লিখটেনস্টাইনের বিরুদ্ধে নিজেদের মাঠে খেলবে ইতালি। ১৩ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। এদিকে স্কটল্যান্ড ও ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইপর্ব ও প্রীতিম্যাচের জন্য ইনজুরির কারণে ইংলিশ স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিচেস্টার সিটি স্ট্রাইকার জিমি ভার্ডি। ফুটবল এ্যাসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে। ৩০ বছর বয়সী ভার্ডি অনুশীলনে ইনজুরিতে আক্রান্ত হন। এর ফলে গ্ল্যাসগোতে শনিবার স্কটল্যান্ডের বিরুদ্ধে বাছাইপর্বের ম্যাচ ও ফ্রান্সের বিরুদ্ধে মঙ্গলবার প্যারিসে প্রীতিম্যাচে খেলতে পারছেন না ভার্র্ডি। এ সম্পর্কে এফএ এক বিবৃতিতে জানিয়েছে, সেন্ট জর্জেস পার্কে অনুশীলনে সামান্য ইনজুরিতে আক্রান্ত হওয়ায় সুস্থতার জন্য ভার্ডিকে ইংলিশ স্কোয়াড থেকে বিশ্রাম দেয়া হয়েছে। এই মুহূর্তে তার পরিবর্তে অন্য কোন খেলোয়াড়কে দলভুক্ত করা হবে না। গত মার্চে লিথুনিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বে ২-০ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয় গোল করেন ভার্ডি। যা ইংল্যান্ডের হয়ে ১৬ ম্যাচে তার ষষ্ঠ গোল। তার অনুপস্থিতিতে মূল একাদশে হ্যারি কেন, জার্মেইন ডেফো ও মার্কোস রাশফোর্ড ইংল্যান্ডের আক্রমণ ভাগের দায়িত্ব সামলাবেন। তিন শূটারকে সংবর্ধনা ফেডারেশনের স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি আজারবাইজানের বাকুতে ইসলামিক সলিডারিটি গেমসের শূটিংয়ে ২টি পদক জেতে বাংলাদেশ। ১০ মিটার এয়ার রাইফেল (পুরুষ) ব্যক্তিগত ইভেন্টে রাব্বি হাসান মুন্না ২৪৫.৫ স্কোর করে রৌপ্যপদক অর্জন করেন। এছাড়া ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টে আবদুল্লাহ হেল বাকী এবং আতকিয়া হাসান দিশা জুটি ৫-১ পয়েন্টের ব্যবধানে জিতে নেন স্বর্ণপদক। এই তিন শূটারকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশন। ফেডারেশনের পক্ষ থেকে বাকী, দিশা ও মুন্নাকে দুই লাখ টাকা করে প্রাইজমানির অর্থ দেয়া হয়। গুলশানে অবস্থিত বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশন কমপ্লেক্সে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব আসাদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশনের সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী।
×