ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাফুফের ক্যালেন্ডার-বিপর্যয়

প্রকাশিত: ০৩:৫৬, ৯ জুন ২০১৭

বাফুফের ক্যালেন্ডার-বিপর্যয়

স্পোর্টস রিপোর্টার ॥ এ বছরের শুরুতেই তারা ফুটবলের বর্ষপঞ্জিকা ঘোষণা করেছিল। কিন্তু সে বর্ষপঞ্জিকা অনুযায়ী কোন ফুটবল প্রোগ্রামই ঠিকভাবে করতে পারছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সর্বশেষ ঝামেলাটা হলো বৃহস্পতিবার। ঘটেছে ক্যালেন্ডার-বিপর্যয়। আগেই ঠিক ছিল আগামী ১২ জুন থেকে শুরু হবে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের খেলা (ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিযামে)। কিন্তু লীগ আর যথাসময়ে শুরু হচ্ছে না। পিছিয়ে যাচ্ছে। তাও সেটা একদিন বা এক সপ্তাহের জন্য নয়, পাক্কা ৫০ দিনের জন্য। ১২ জুনের পরিবর্তে এখন লীগ শুরু হবে আগামী ২৮ জুলাই থেকে। এমন বিস্ময়কর ঘোষণাই দিয়েছে বাফুফের পেশাদার লীগ কমিটি। এতদিন লীগ পেছানোর কারণ কি? জানা গেছে সাতটি ক্লাবের (মোহামেডান, শেখ জামাল ধানম-ি, শেখ রাসেল ক্রীড়াচক্র, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাদার্স ইউনিয়ন, আরামবাগ ক্রীড়া সংঘ এবং ফরাশগঞ্জ) আবেদনের প্রেক্ষিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। প্রচ- গরম, সামনে ঈদ এবং বর্তমানে সাত ক্লাবের একাধিক খেলোয়াড় চিকনগুনিয়া জ¦রে আক্রান্ত ... এমন আবেদনের কারণেই বাফুফে লীগ পিছিয়ে দিয়েছে ৫০ দিনের জন্য। পাইওনিয়ার ফুটবলের সুপার লীগের ফল স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পাইওনিয়ার ফুটবলের সুপার লীগের খেলা। আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি ১-০ গোলে ফেনী স্পোর্টস একাডেমিকে (ম্যাচসেরা বিজয়ী দলের রোমান), মিরপুর স্পোর্টস এ্যান্ড ফিজিক্যাল কালচার সেন্টার ২-১ গোলে গুলশান ইয়ুথ ক্লাবকে (ম্যাচসেরা বিজিত দলের হাসু প্রামাণিক) হারায়। কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব ১-১ গোলে ড্র করে বিক্রমপুর একাদশের সঙ্গে (ম্যাচসেরা বিক্রমপুরের শান্ত ইসলাম)। এছাড়া নাসির ফুটবল একাডেমি ১-০ গোলে হারায় চাঁদপুর কিশোর ফুটবল একাডেমিকে (ম্যাচসেরা বিজয়ী দলের পিয়াস হাসান)।
×