ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুর্ধ-২৩ ফুটবল দল নিয়ে অর্ডের কাজ শুরু

প্রকাশিত: ০৩:৫৬, ৯ জুন ২০১৭

অনুর্ধ-২৩ ফুটবল দল নিয়ে অর্ডের কাজ শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এ্যান্ড্রু অর্ড এখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ। ৩৭ বছর বয়সী এই কোচ বুধবার এক বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে। এই কোচের মূল এ্যাসাইনমেন্ট মূলত দুটি। একটি আগামী ডিসেম্বরে বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং আগামী বছর এপ্রিল-মে তে অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তবে এর বাইরেও বয়সভিত্তিক দল নিয়েও কাজ করতে হবে অর্ডকে। সে অনুযায়ী আপাতত তার প্রথম কাজ অনুর্ধ-২৩ ফুটবল দলকে প্রস্তুত করা। আগামী জুলাইয়ে ফিলিস্তিনে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব। এতে অংশ নেবে বাংলাদেশের যুবারা। আর এ টুর্নামেন্টের জন্য খেলোয়াড় বাছাই করতে তিনদিনের ট্রায়াল ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্প চলবে ৯ জুন পর্যন্ত। বৃহস্পতিবার ট্রায়ালে হাজির হয়ে কাজে নেমে পড়েন অর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে এবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ শুরু হবে আগামী ১২ জুন থেকে। ঢাকা ও চট্টগ্রামে হবে লীগের ম্যাচগুলো। তবে অর্ড ঢাকার ম্যাচগুলোই আপাতত দেখবেন। লক্ষ্যÑ জাতীয় দলের জন্য উপযুক্ত ফুটবলার খোঁজা। চুক্তির দিনই অর্ড জানিয়েছিলেন, ‘আমার ১০০ নয়, মাত্র ২৩ ভাল ফুটবলার চাই জাতীয় দলের জন্য। বাংলাদেশের মতো জনবহুল দেশে ২৩ প্রতিভাবান ফুটবলার খুঁজে পাওয়া যাবে না এটা আমি বিশ^াস করি না।’ মূলত ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯২তম নম্বরে চলে যাওয়া বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ের উত্তরণের লক্ষ্যেই অর্ডের ওপর ভরসা করছে বাফুফে। সেজন্য দরকার একটি ভালমানের জাতীয় দল। অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের জন্য অন্তত ৪-৫ ফুটবলার খুঁজে বের করবেন অর্ড, যাদের ঠাঁই হবে জাতীয় দলেÑ এমনটাই আশা করছে বাফুফে। এরপর আগস্ট-সেপ্টেম্বরে জাতীয় দলকে একাধিক কয়েকটি ফিফা প্রীতিম্যাচ খেলানো হবে। এরপরই মূলত বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য মূল জাতীয় দল গঠন করবেন অর্ড।
×