ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ছেন রড্রিগেজও, কলম্বিয়ান স্ট্রাইকারের প্রশংসায় জাতীয় দলের কোচ পেকারম্যান, জুভেন্টাসের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন এ্যালেগ্রি

রিয়ালে সুখী নন পেপে

প্রকাশিত: ০৩:৫৪, ৯ জুন ২০১৭

রিয়ালে সুখী নন পেপে

স্পোর্টস রিপোর্টার ॥ রিয়াল মাদ্রিদে দীর্ঘ এক দশকের ক্যারিয়ার সমাপ্তির পথে পর্তুগীজ ডিফেন্ডার পেপের। ক্লাবটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষেই সান্তিয়াগো বার্নাব্যু ছাড়বেন ৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলার। তবে শেষের দিকে ক্লাবের আচরণে হতাশ পেপে। গত মৌসুমে বেশিরভাগ সময়ই দলের বাইরে থাকাটাকে কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। এ প্রসঙ্গে রিয়ালের পর্তুগীজ তারকা বলেন, ‘জানি না কেন আমি দল থেকে হারিয়ে গেলাম। এখন থেকে আমার এক দশকের সমাপ্তি ঘটতে যাচ্ছে কিন্তু রিয়াল মাদ্রিদ যা করছে তা মোটেই ঠিক করেনি।’ এদিকে জেমস রড্রিগেজেরও সান্তিয়াগো বার্নাব্যু ছাড়া প্রায় নিশ্চিত। তার সম্ভাব্য ঠিকানা হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা ইন্টার মিলান। তবে কলম্বিয়ার জাতীয় দলের কোচ জোশে পেকারম্যান জানান তার প্রিয় শিষ্য রড্রিগেজ সঠিক সিদ্ধান্তই নিবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সকলেই জানি জেমস রড্রিগেজ একজন তারকা ফুটবলার, তার মতো খেলোয়াড় বিশ্বে খুব কমই রয়েছে।’ এদিকে সিরি’এ চ্যাম্পিয়ন জুভেন্টাসের সাথে বার্ষিক ৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে চুক্তি নবায়ন করতে যাচ্ছেন ক্লাবটির কোচ মাসিমিলিয়ানো এ্যালেগ্রি। যার অধীনে চলতি বছর টানা ষষ্ঠবারের মতো সিরি’এ শিরোপা জিতেছে জুভেন্টাস। এছাড়া চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে খেলেছে। আর এ সবই দুই বছরের জন্য এ্যালেগ্রিকে ক্লাবে রেখে দেয়ার পিছনে কারণ হিসেবে কাজ করেছে। এর ফলে ২০১৯ সাল পর্যন্ত জুভেন্টাসেই থাকছেন এ্যালেগ্রি। যদিও মৌসুমের শুরুতে আর্সেনালের সাথে সাবেক এই মিলান কোচের যোগাযোগের গুঞ্জন উঠেছিল। কিন্তু আর্সেন ওয়েঙ্গার পুনরায় গানার্সদের সাথে থেকে যাওয়ায় আপাতত সেখানে কোচের কোন পদ খালি হয়নি। গত শনিবার চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে পরাজিত হওয়ার পর এ্যালেগ্রি তার দলের পারফর্মেন্সের উন্নতির জন্য মুখিয়ে আছেন। তারই ধারাবাহিকতায় সাম্পাওলি থেকে ফরোয়ার্ড প্যাট্রিক শিক ও ল্যাযিও থেকে কেইটা বাল্ডেকে দলে ভিড়িয়েছে জুভেন্টাস। তবে এ্যালেগ্রির ইচ্ছা অন্তত আরেকটি হাই প্রোফাইল খেলোয়াড়কে দলভুক্ত করতে। এই তালিকায় প্যারিস সেন্ট-জার্মেইর এ্যাঞ্জেল ডি মারিয়া ও বেয়ার্ন মিউনিখের ডগলাস কস্তা এগিয়ে আছেন। এছাড়া বর্তমান সেন্ট্রাল মিডফিল্ডকেও শক্তিশালী করতে চাইছেন ৪৯ বছর বয়সী এ্যালেগ্রি। এজন্য লিওর কোরেনটিন টোলিসো, মোনাকোর ফাবিনহো ও লিভারপুলের এমেরে কানের প্রতি আগ্রহ দেখিয়েছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।
×