ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ আজ

প্রকাশিত: ০৩:৫৩, ৯ জুন ২০১৭

ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ হোক না প্রীতিম্যাচ তাতে কি, ম্যাচটা তো ব্রাজিল-আর্জেন্টিনার। যে কারণে উন্মাদনা বা আকর্ষণের কমতি নেই। হ্যাঁ, আন্তর্জাতিক প্রীতিম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দল। অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল ৪টা ৫ মিনিটে। এই ম্যাচটিকে বলা হয়ে থাকে সুপার ক্লাসিকো। তবে এই ম্যাচে ফুটবলপ্রেমীরা বঞ্চিত হচ্ছেন লিওনেল মেসি ও নেইমারের দ্বৈরথ দেখা থেকে। ক্লাব দল বার্সিলোনায় এ দু’জন একসঙ্গে খেলে থাকেন। এজন্য ব্রাজিল-আর্জেন্টিনাার দ্বৈরথ হলে দু’জনের প্রতিদ্বন্দ্বিতা দেখার সুযোগ মেলে। কিন্তু আর্জেন্টিনার হয়ে মেসি খেললেও ব্রাজিলের হয়ে খেলছেন না নেইমার। এ কারণে ম্যাচটির আকর্ষণ অনেকটাই কমেছে। ভিন্ন এক আবহ নিয়ে ম্যাচটি মাঠে গড়ানোর অপেক্ষায়। কেননা যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে ব্যাট-বলের লড়াইয়ের মাঠ হিসেবেই জানে পুরোবিশ্ব, সেখানেই মুখোমুখি হচ্ছে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি। একলাখ দর্শক ধারণক্ষমতার মেলবোর্ন গ্রাউন্ডে ম্যাচটি দেখতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়বে বলেই ধারণা করা হচ্ছে। প্রীতিম্যাচ হলেও দু’দলের লড়াইটি আলাদা গুরুত্ব পাচ্ছে নানা কারণে। বিশেষভাবে নজরে থাকছেন মেসিদের নতুন কোচ জর্জ সাম্পাওলি। সুপার ক্লাসিকো দিয়েই আর্জেন্টিনার কোচের আসনে অভিষেক হতে যাচ্ছে তার। বিশ্বকাপ বাছাইপর্বে দলকে বাজে অবস্থায় রেখে বরখাস্ত হওয়া সাবেক কোচ এডগার্ডো বাউজার উত্তরসূরি হয়েছেন চিলিকে কোপা আমেরিকা জেতানো সাম্পাওলি। এখন নিজের মতো করে দলকে গুছিয়ে নিতে চান তিনি। যে কারণে আর্জেন্টিনার ফরমেশনেও পরিবর্তন আনতে চাইছেন। এবার তিনি আর্জেন্টিনাকে খেলাবেন ৩-৪-৩ ফরমেশনে। যেখানে মেসির পাশে হিগুয়াইন আর ডিবালাকে রাখার পক্ষে নতুন কোচ। সাম্পাওলি বলেন, মেসি আর ডিবালা বড় ম্যাচের জন্য দুর্দান্ত খেলোয়াড়। ব্রাজিলের বিরুদ্ধে প্রীতিম্যাচের মধ্যদিয়ে তাদের পরখ করার সুযোগ হবে। এই ম্যাচ থেকেই জানতে পারব মেসি-ডিবালা জুটিতে কোথায় সমস্যা হবে আর কোথায় তাদের শক্তির জায়গা। আমি চাই এই জুটি বিশ্বের সেরা জুটিদের মধ্যে অন্যতম হোক। গত ছয় ম্যাচের তিনটিতেই হার দেখা আর্জেন্টাইনদের এই ম্যাচে জয় পাইয়ে দিয়ে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বদ্ধপরিকর মেসিদের স্বদেশী এই কোচ। সামনে বিশ্বকাপ বাছাইয়ের অগ্নিপরীক্ষা। তার আগে আত্মবিশ্বাসের রসদ যোগাতে ব্রাজিল ম্যাচটিকে পাখির চোখ করছেন রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কার সুতোয় ঝুলতে থাকা আলবিসেলেস্তা কোচ। অন্যদিকে বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে থাকা ব্রাজিল আছে ফুরফুরে মেজাজে। কোচ টিটের অধীনে সম্পূর্ণ বদলে যাওয়া এক দল সেলেসাওরা। দুঙ্গার আমলের রক্ষণশীল বদনাম থেকে বেরিয়ে আবারও ছন্দময় ফুটবল খেলছেন নেইমার, জেসুস, পাউনিলহোরা। তবে দুই দলের সুপার ক্লাসিকোয় নেইমার, দানি আলভেজকে বিশ্রামে রেখেছেন কোচ টিটে। তারপরও দলে তারকার ছড়াছড়ি। ডেভিড লুইজ, গ্যাব্রিয়েল জেসুস, ডগলাস কস্টারা অনুশীলনে ঝালিয়ে রাখছেন নিজেদের। ফিলিপে লুইস, থিয়াগো সিলভাদের মতো অভিজ্ঞরাও আছেন দলে। ম্যাচটি খেলতে প্রথমে অস্ট্রেলিয়ায় পা রেখেছে ব্রাজিলই। সুপার ক্লাসিকো ম্যাচটিকে সামনে রেখে তারা অনুশীলনেও নেমে পড়েছে আর্জেন্টাইনদের আগে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কোচ টিটের অধীনে মেলবোর্নে অনুশীলন করেছে। চারদিন পর আরেকটি প্রীতিম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজিল। আর আগামী মঙ্গলবার আর্জেন্টিনা খেলবে সিঙ্গাপুরের বিরুদ্ধে। ফিফার মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান বলছে, ব্রাজিল ও আর্জেন্টিনা এ পর্যন্ত ১০৩ বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল জিতেছে ৪০ বার, ৩৭ বার আর্জেন্টিনা। ২৬টি ম্যাচ হয়েছে ড্র। সর্বশেষ দেখায় আর্জেন্টিনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। গত নবেম্বরে এই পরাজয় প্রভাব ফেলেছে আর্জেন্টিনার বাছাইপর্বের দুর্দশায়। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। আর্জেন্টিনা এখনও পাঁচে পড়ে আছে। বিশ্বকাপও অনিশ্চিত তাদের।
×