ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫২, ৯ জুন ২০১৭

টুকরো খবর

নেশাগ্রস্ত ছেলেকে পুলিশে দিলেন মা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ দীর্ঘদিন চেষ্টা করেও সন্তানকে মাদক থেকে ফেরাতে না পেরে এক মা তার সন্তানকে পুলিশের হাতে তুলে দিলেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খানপুর ইউনিয়নের ভট্টকরণপুর গ্রামে ফেরদাউস সরদারের স্ত্রী তার ছেলে মাসুদ করিম নাইমকে (২৫) গাঁজাসহ পুলিশের হাতে তুলে দেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজ তাকে ছয় মাসের কারাদ- প্রদান করে বাগেরহাট কারাগারে প্রেরণ করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হাফিজ বলেন, নাইম দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকে আসক্ত হয়ে পড়েছিল। অনেক চেষ্টা করেও তার মাসহ পরিবারের লোকজন তাকে মাদকের নেশা থেকে ফেরাতে পারেনি। সে নেশার টাকা না পেয়ে তার মা ও পরিবারের সদস্যদের মারধর করত। এদিন সকালে তার মা মাদক সেবন করা অবস্থায় গাঁজাসহ তাকে পুলিশের তাকে তুলে দেয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদ- প্রদান করে কারাগারে পাঠানো হয়। বাউবিতে কর্মশালা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘ইনসেপশন ওয়ার্কশপ অন কোয়ালিটি এ্যাস্যুরেন্স মেকানিজম’ শীর্ষক কর্মশালা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ কর্মশালা মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল চালু হয়েছে। বাউবির উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান এ কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে আয়োজিত দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন। সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান বলেন, উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, প্রতিষ্ঠানের শিক্ষাগত ও প্রশাসনিক কর্মকা-ে উন্নয়নের লক্ষ্যমাত্রা ও সূচক নির্ধারণের মাধ্যমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগতমান জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে সূচক প্রণয়ন করা প্রয়োজন। উপাচার্য একই সঙ্গে উচ্চ শিক্ষায় গুণগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে উন্মুক্ত ও দূরশিক্ষণ ব্যবস্থাকে মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করেন। বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আশফাক হোসেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি এ্যাস্যুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয়কে অধিকারী ও সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ মোহসীন উদ্দিন। ট্রেনের তেল পাচারচক্রের সদস্য আটক নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৮ জুন ॥ চাটমোহর রেলস্টেশনের অদূরে ট্রেনের তেল পাচারের সময় সংঘবদ্ধ তেল পাচার চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে চাটমোহর স্টেশন সংলগ্ন মহরমখালী এলাকা থেকে মিজারুল ইসলাম নামের সংঘবদ্ধ তেল পাচার চক্রের ওই সদস্যকে আটক করা হয়। আটককৃত মিজারুল মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের ইন্নাস আলির ছেলে। অভিযানে প্লাস্টিকের ব্যাগ ভর্তি প্রায় ২শ’ লিটার ট্রেনের তেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। চুরির চারদিন পর নবজাতক উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শেবাচিম হাসপাতাল থেকে নবজাতক চুরির চারদিন পর বৃহস্পতিবার ভোরে নারায়নগঞ্জের ফতুল্লা এলাকা থেকে নবজাতককে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় চুরির সঙ্গে জড়িত হাওয়া বেগম, রিনা বেগম ও সোলায়মান হোসেনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে র‌্যাব জানান, হাওয়া বিবি তার কন্যা রিনা বেগমকে দেয়ার জন্য নবজাতক তাসকিনকে গত ৪ জুন বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যায়। পরে হাওয়া বিবিকে গ্রেফতারের পর বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার সোলায়মানের ভাড়াটিয়া বাসা থেকে নবজাতককে উদ্ধারসহ রিনা ও তার স্বামী সোলায়মানকে গ্রেফতার করা হয়। দুপুরে উদ্ধার হওয়া নবজাতক তাসকিনকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। সাত প্রতিষ্ঠানকে জরিমানা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রোজার মাসে ঈদকে সামনে রেখে ফের বেপরোয়া হয়ে উঠেছে মৌসুমি ব্যবসায়ীরা। নগরীর সর্বত্র ভেজাল সেমাই ও খাদ্যদ্রব্য উৎপাদনে প্রতিযোগিতা শুরু হয়েছে। নগরীর বিসিক শিল্প এলাকায় গড়ে উঠেছে সেমাই তৈরির কারখানা। এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে লাচ্ছাসহ বিভিন্ন ধরনের সেমাই। মৌসুমি ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় যোগ দিয়েছেন নামিদামী কারখানাগুলোও। এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে একদিনে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে। পুলিশ জানায়, রাজশাহীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে শুরুর দিনেই নামিদামী সাত প্রতিষ্ঠানের তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মহানগর পুলিশের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বুধবার বিকেলে এ অভিযান চালায়। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম। তিনি বলেন সব কারখানা মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে। এছাড়া তাদের প্রতি পুলিশের নজরদারীও রয়েছে। ভেজালের খবর পেলেই পুলিশ অভিযান শুরু করবে। পুকুরে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামে পানিতে ডুবে রাত্রি মজুমদার নামের এক বছরের কন্যা শিশু মারা গেছে। সে ওই গ্রামের স্বপন মজুমদারের কন্যা। বুধবার বিকেলে খেলার ছলে পরিবারের সবার অজান্তে রাত্রি বাড়ির পুকুরে পরে যায়। দুর্ঘটনা কমাতে গতিসীমা ৮০ কিমির বেশি নয় স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহাসড়কে যানবাহন চলাচলে দুর্ঘটনা কমাতে ৮০ কিলোমিটারের অধিক গতিতে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছেন বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দক্ষ চালকদের লাইসেন্স প্রদান, রেজিস্ট্রেশনে ভোগান্তি বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে দুর্ঘটনা কমাতে চালকের সতর্কতার ওপর তিনি বেশি গুরুত্বারোপ করেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিআরটিএ চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, অধিক আয় করতে গিয়ে নিজের জীবন যদি কেউ হারিয়ে ফেলে তাহলে তো সব শেষ। একজন চালক প্রাণ হারালে তার গাড়ির মালিক হয়তো বা কয়েক দিন পরিবারের খোঁজখবর নেবেন। এরপর আর কেউ খবর নেবে না। তাই সকলের উচিত সতর্কতার সঙ্গে গাড়ি চালানো। জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেনÑ সিএমপি কমিশনার ইকবাল বাহার, চুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান সজল চন্দ্র বনিক, নিরাপদ সড়ক চাই চট্টগ্রামের সভাপতি এস এম আবু তৈয়ব। নীলফামারী পৌরসভার বাজেট ঘোষণা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জনগণের মুখোমুখি হয়ে নীলফামারী পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করলেন পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ। নীলফামারী পৌর পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান শুরু হয়। শুরুতে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৬৫ কোটি ৭৫ লাখ ৫৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র। ৬৫ কোটি ৯৪ লাখ ৯৬ হাজার ১৯৮ টাকা আয় নির্ধারণ করে ১৯ লাখ ৪৩ হাজার ১৯৮ টাকার ওই উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণা শেষে জনগণের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদসহ পৌর পরিষদের সদস্যরা। জয়পুরহাট পৌরসভা নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, জয়পুরহাট পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বৃহস্পতিবার পৌর মিলনায়তনে ৩৮ কোটি ৫৭ লাখ ৬১ হাজর ৫০৭ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট ঘোষণা সভায় ২০১৬-১৭ অর্থবছরের ২১ কোটি ১ লাখ ৯২ হজার ৬৫৯ টাকার সংশোধিত বাজেট পাস করা হয় ও ২০১৭-১৮ অর্থবছরের ৩৮ কোটি ৫৭ লাখ ৬১ হাজর ৫০৭ টাকার বাজেট ঘোষণা করা হয়। তারাব পৌরসভা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ২০১৭-১৮ অর্থবছরের ১০৯ কোটি ৬২ লাখ ১০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র হাসিনা গাজী। বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। এতে বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক লায়ন আলহাজ মোজাম্মেল হক ভূঁইয়া, কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, পৌরসভার সিও নজরুল ইসলাম। ইয়াবাসহ গ্রেফতার দুই স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গ্রেফতার আনোয়ার হোসেন ও মহিবুল্লাহ ওরফে মাহবুব কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাসিন্দা। মাদক দ্রব্যগুলো তারা টেকনাফ থেকে চট্টগ্রাম শহরে নিয়ে এসেছিল হাটহাজারীতে নেয়ার জন্য। পর্নোগ্রাফি ॥ যুবক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৮ জুন ॥ কম্পিউটার প্রশিক্ষণের নামে প্রতারণার ফাঁদ পেতে মেয়েদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে পর্নোগ্রাফি নির্মাণের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। তার নাম আলম মিয়া। সে নেত্রকোনা পৌর এলাকার দক্ষিণ সাতপাই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। বুধবার রাতে শহরের সাতপাই রেলক্রসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আলম মিয়া গত প্রায় চার বছর ধরে সাতপাই রেলক্রসিং এলাকায় ‘আইকন কম্পিউটার ট্রেনিং সেন্টার’ নামে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে আসছে। ওই কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আসা সুন্দরী মেয়েদের সঙ্গে প্রথমে সে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। প্রেমের পর তাদের সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করে সেসব দৃশ্য গোপণ ভিডিও ক্যামেরায় ধারণ করে রাখে। কাশিমপুর কারাগারে আসামির মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি বৃহস্পতিবার মারা গেছে। তার নাম কামাল হোসেন জুয়েল (৪০)। সে পিরোজপুরের কাউখালী থানার কাউখালী উত্তরবাজার এলাকার পুলিশের সাবেক এএসপি মৃত আব্দুল মান্নান সরদারের ছেলে। পার্বতীপুরে আহত কৃষকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৮ জুন ॥ পার্বতীপুরে পল্লীতে আহত কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার হাবড়া ইউনিয়নের উলিপুর (মহেষপুর) গ্রামে। জানা গেছে, জমাসংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার লাবু ক্ষিপ্ত হয়ে মুকুলকে (৪২) মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে যে গুরুত্বর আহত হয়। তাকে রংপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে। সেখানে বুধবার গভীর রাতে মুকুল মারা যান। ঘটনার সঙ্গে জড়িত অপরাধে শামসুলকে পুলিশ গ্রেফতার করেছে। বাড়ি ও মন্দির রক্ষার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৮ জুন ॥ শেরপুরে দলিত ঋষি সম্প্রদায়ের বসতভিটা দখল চেষ্টা ও মন্দির পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালর চত্বরে আয়োজিত মানববন্ধনে জেলা শহরের বসবাসরত ৫ শতাধিক ঋষি সম্প্রদায়ের লোকজন অংশগ্রহণ করে। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সোলায়মান হক, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, সাংবাদিক শরিফুর রহমান, ট্রাইবাল নেতা মনিন্দ্র বিশ্বাস, প্রভাষক মলয় চাকী প্রমুখ। পুলিশ সদস্যের আত্মহত্যা স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ শেরপুরে আব্দুল গফুর (৫৬) নামে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি শেরপুর থানায় কর্মরত ছিলেন। পুলিশ জানায়, আব্দুল গফুর শেরপুর পৌর এলাকার উলিপুরে ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জে। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। গ্রামের বাড়ি যাওয়ার জন্য তিনি ৫ দিনের ছুটি নিয়েছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে শোবার ঘরে গলায় ফাঁস দেন। তার স্ত্রী তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করলে লোকজন এগিয়ে আসে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারখানার জরিমানা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রোজার মাসে ঈদকে সামনে রেখে ফের বেপরোয়া হয়ে উঠেছে মৌসুমি ব্যবসায়ীরা। নগরীর সর্বত্র ভেজাল সেমাই ও খাদ্যদ্রব্য উৎপাদনে প্রতিযোগিতা শুরু হয়েছে। নগরীর বিসিক শিল্প এলাকায় গড়ে উঠেছে সেমাই তৈরির কারখানা। এসব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে লাচ্ছাসহ বিভিন্ন ধরনের সেমাই। মৌসুমি ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় যোগ দিয়েছেন নামিদামী কারখানাগুলোও। এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে একদিনে ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
×