ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হ্যান্ডকাফ পরিয়ে নির্যাতন ॥ এসআই জসিমকে বদলি

প্রকাশিত: ০৩:৫১, ৯ জুন ২০১৭

হ্যান্ডকাফ পরিয়ে নির্যাতন ॥ এসআই জসিমকে বদলি

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৮ জুন ॥ বাউফলের বগা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জসিম উদ্দিন খানকে অবশেষে বদলি করা হয়েছে। তিনি বৃহস্পতিবার সকালে একই তদন্ত কেন্দ্রের এএসআই ইমরান হোসেনের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ওই পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই জসিম উদ্দিন একটি মিথ্যা মামলায় বগা ইউনিয়নের মাধবপুর গ্রামের আবদুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে ওই তদন্ত কেন্দ্রে এনে হ্যান্ডকাফ পরিয়ে নির্যাতন করে। পরের দিন এ ঘটনা দৈনিক জনকণ্ঠে প্রকাশিত হলে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে এসআই জসিমকে বদলি করা হলেও রহস্যজনক কারণে তিনি যোগদান করেননি। বরং তিনি ওই তদন্ত কেন্দ্রে বহাল তবিয়তে থেকে নির্যাতিত আবদুস সালামকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। বুধবার রাতে পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান এ বিষয়টি অবহিত হয়ে তাৎক্ষণিক এসআই জসিমকে ডিসচার্জ করার জন্য বাউফল থানার ওসি আযম খান ফারুকীকে নির্দেশ দেন। শিক্ষার্থীদের টিফিন বক্স বিতরণ সংবাদদাতা, লালপুর, ৮ জুন ॥ বৃহস্পতিবার দুপুরে নাটোরের লালপুর উপজেলায় এডিবি’র অর্থায়নে প্রায় ২ লাখ টাকা ব্যয়ে ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ৭শ’ ৫০ শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। লালপুর উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । লালপুর উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহিনা খাতুন। পর্যায়ক্রমে উপজেলার মোট ১০৯টি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝেই এ টিফিন বক্স বিতরণ করা হবে। আদিবাসী সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৮ জুন ॥ বৃহস্পতিবার ভাঙ্গুরা উপজেলার খানমরিচ ইউনিয়নে আদিবাসী সন্তানদের দেড় লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। ইউএনও আরিফুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদিবাসী বহমুখী সমবায় সমিতির সভাপতি জ্ঞানেন্দ্র নাথ মুরালী ও সাধারণ সম্পাদক রণজিত কুমার বসাক। ইউএনও আরিফুজজামান জানান, চট্টগ্রাম ব্যতীত বিশেষ এলাকার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা কর্মসূচীর আওতায় উচ্চশিক্ষা, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে উপজেলার মোট ৫৬ শিক্ষার্থীর প্রত্যেককে যথাক্রমে ৭ হাজার ৫শ’, ৫ হাজার ৬শ’, ৩ হাজার ও ১ হাজার ২শ’ টাকার চেক বিতরণ করা হয়। ১৭ দিন নিখোঁজ কলেজছাত্র নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৮ জুন ॥ কলেজছাত্র সাইফুল ইসলাম শাওন (২০) নিখোঁজ হওয়ার ১৭ দিনেও খোঁজ মেলেনি। কলাপাড়ার সেরাজপুর গ্রামের ইউনুছ ও সালামা বেগম দম্পতির ছেলে সাইফুল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার সরকারী তোলারাম কলেজের বিবিএস (পাস) প্রথম বর্ষের ছাত্র। মা সালমা বেগম জানান, ফতুল্লার জামতলা মসজিদ রোডের এসপি রুহুল আমিনের ভাড়াটিয়া ছিল সাইফুল। ২২ মে বিকেলে মোবাইলে টাকা রিচার্জ করতে বাসা থেকে বের হয়। এরপর নিরুদ্দেশ। তার ব্যবহৃত মোবাইলটি (০১৯৯৩৩৪৪১৭৩) এখন পর্যন্ত বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় সালমা বেগম ফতুল্লা মডেল থানায় ২৩ মে একটি জিডি করেছেন।
×