ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

প্রকাশিত: ০৩:৫১, ৯ জুন ২০১৭

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৮ জুন ॥ সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বাঘড়া বাজারে অগ্নিকা-ে ১৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টায় বাজারের দক্ষিণ পূর্বপাশের মেন সড়কের পাশের মার্কেটে অগ্নিকা-ের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হচ্ছেÑ রাজ এর হার্ডওয়্যার দোকান, আক্কাছের ফলের দোকান, স্বপনের কোকারিজ, মমিন মাওলানার গার্মেন্টস দোকান, বেনু চন্দ্র শীলের টেইলার্স, হাসান বেপারীর রেডিমেট গামেন্টস, সোহেলের চা-দোকান ও তার ছোট ভাইয়ের কম্পিউটার দোকান, আনোয়ারের রেডিমেট গার্মেন্টস, লিটনের সিমেন্টের দোকান, ইমুর চা-দোকান, এনায়েত ভুঁইয়ার মুদি দোকান, রাসেল খানের থান কাপড়ের দোকান, সাজুর চা দোকান ও সুমনের মিষ্টির দোকান। জানা যায়, অগ্নিকা-ের খবর পেয়ে তিনিও বাজারে আসেন। ওই সময় চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এরই মধ্যে সকল দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। কাঁঠালবাড়ি গণহত্যা দিবস আজ স্টাফ রিপোর্টার,কুড়িগ্রাম ॥ আজ ৯ জুন কাঁঠালবাড়ি গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে কুড়িগ্রাম শহর থেকে ৮ কি.মি. দূরে কাঁঠালবাড়ি বাজার ও আশেপাশের ৬টি গ্রামে পাকবাহিনী দেশীয় দালালদের সহযোগিতায় নৃশংস হামলা চালিয়ে হত্যা করেছিল ৩৫ নিরপরাধ বাঙালীকে। সেই সঙ্গে লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত করেছিল এই সব গ্রাম। দিবসটি পালনের জন্য স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও দিশারী সাংস্কৃতিক গোষ্ঠী কালো পতাকা উত্তোলন,র‌্যালি, আলোচনা সভার আয়োজন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পাকবাহিনী ওই দিন সকালে কাঁঠালবাড়ি বাজারের ৩ দিক থেকে অতর্কিত আক্রমণ করে। অগ্নিসংযোগ করে বাজার ও কয়েকটি গ্রামে। এতে বাজারের শতাধিক দোকান ও শিবরাম, সর্দারপাড়া, সন্ন্যাসী, ফকিরপাড়া, প্রামাণিকটারী,খামার গ্রামের ৫ শতাধিক পরিবারের বাড়িঘর পুড়ে যায়। এলোপাতারি হত্যাযজ্ঞে নিষ্ঠুরভাবে নিহত হন প্রামাণিকটারির ফজল ব্যাপারী, আবুল কাসেম, ছেরাবউদ্দিন, নুরবক্ত, সর্দারপাড়ার মন্তা, শিবরাম গ্রামের মন্তাজ আলী, আবদুল জলিল, জহুর আলী, খামারের অলিয়ার, মনদ্দি, আজিম, ফকিরপাড়ার নুহ খন্দকার, তালুক কালোয়ার বসন্ত কুমার, প্রতাপের হাছিমুদ্দিন, হরিকেশের রজব আলী।
×