ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে বকেয়া দাবি

রেশম কর্মচারীদের বিক্ষোভ ॥ ডিডি অবরুদ্ধ

প্রকাশিত: ০৩:৫০, ৯ জুন ২০১৭

রেশম কর্মচারীদের বিক্ষোভ ॥ ডিডি অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বকেয়া বেতন পরিশোধের দাবিতে আন্দোলনে নেমেছেন রেশম উন্নয়ন বোর্ডের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় বকেয়া বঞ্ছিত কর্মচারীরা রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) সেলিম হোসেনকে অবরুদ্ধ করে বিক্ষোভ কর্মসূচী পালন করে। রেশম উন্নয়ন বোর্ড রাজশাহীর কর্মচারী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, রেশম উন্নয়ন বোর্ডের পি-৩ প্রকল্পে দৈনিক মজুরিভিত্তিক ৩১ কর্মচারী কাজ করেন। গত চার মাস ধরে তাদের মূল বেতন বন্ধ রয়েছে। ৩১ জন কর্মচারীর প্রায় সাড়ে ১০ লাখ টাকা বেতন বকেয়া পড়ে আছে। তিনি আরও বলেন, মন্ত্রণালয় থেকে অর্থ এসেছে, তারপরও শ্রমিকদের বেতন দেয়া হচ্ছে না। এতে মানবেতর জীবনযাপন করছেন কর্মচারীরা। এছাড়া আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের ডেপুটি চীফ আক্তারুজ্জামান ইচ্ছাকৃতভাবে শ্রমিকদের কাজের পরিমাণও কমিয়ে দিয়েছেন। ৩০ দিনের জায়গায় ১৫ দিনের কাজ শুরু করেছেন। শ্রমিকরা জানান, দ্রুত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে তারা আরও কঠোর আন্দোলনে যাবেন। বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেয়ার ঘোষণাও দেন শ্রমিকরা। রাজশাহী আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক সেলিম হোসেন বলেন, প্রকল্পের কর্মচারীদের বেতন দেয়ার জন্য বোর্ড থেকে বরাদ্দ রয়েছে ৯ লাখ ৮০ হাজার টাকা। যে টাকা আছে তাতে পি-৩ প্রকল্পের কর্মচারীদের দুই এক মাসের বেতন দেয়া যাবে। তিনি আরও বলেন, রেশম বোর্ডের কাছে ৫৪ লাখ টাকা বরাদ্দ দেয়ার জন্য দাবি করা হলেও বোর্ড তা দেননি। উল্টো রেশম বোর্ড জানিয়েছে, যে টাকা আছে তা দিয়েই আপাতত চালাতে হবে। কিন্তু কর্মচারীরা তা মানবে না। এ বিষয়ে রেশম বোর্ডের চেয়ারম্যান সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।
×