ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাধ্যতামূলক হচ্ছে কেবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশন

প্রকাশিত: ০৩:৩৭, ৯ জুন ২০১৭

বাধ্যতামূলক হচ্ছে কেবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশন

ভারত ও নেপালের মতো এবার বাংলাদেশেও বাধ্যতামূলক করার প্রস্তাব দেয়া হয়েছে কেবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশন। ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় টেলিভিশনের মান উন্নয়নে এ প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবনায় তিনি বলেন, আমাদের টেলিভিশন সিস্টেমের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য একটা উন্নতি হবে, ম্যান্ডেটরি ডিজিটালাইজেশন অব কেবল টিভি নেটওয়ার্ক। আগামী বছরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে এবং দুই বছরের মধ্যে সব জেলা ও উপজেলায় এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতে সরকারের রাজস্ব বৃদ্ধি ছাড়াও বাংলাদেশ ডিজিটাল কেবলের চ্যানেল, সর্বোচ্চ মানের ছবি ও শব্দ এবং বিভিন্ন ভ্যালু এ্যাডেড সার্ভিসের মাধ্যমে টেলিভিশন অনেক এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন মন্ত্রী। এদিকে টেলিভিশনের মানোন্নয়ন ও দেশী চ্যানেলের দর্শক বৃদ্ধিতে এ উদ্যোগ ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন টেলিভিশন কর্তৃপক্ষ ও শিল্পীরা। -অর্থনৈতিক রিপোর্টার নীলফামারীতে বোরো চাল ক্রয় অভিযান নীলফামারীতে শুরু হয়েছে বোরো মৌসুমে খাদ্য বিভাগের চাল ক্রয় অভিযান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা সদরের স্টেশন সড়কে অবস্থিত খাদ্যগুদাম চত্ত্বরে ওই ক্রয় অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন অভি জানান, জেলায় এবার ১৫ হাজার মেট্রিকটন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জেলার ছয় উপজেলার সাতটি খাদ্যগুদামের মধ্যে ইতিমধ্যে চারটিতে ছয় হাজার ৩৩ মেট্রিকটন চাল সংগ্রহ করা হয়েছে। খাদ্য বিভাগের তালিকা ভুক্ত জেলার মোট ৫৭৩ জন মিল মালিকের মধ্যে চাল সরবরাহের জন্য এ পর্যন্ত ১৫৬জন চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি বলেন,এই মৌসুমে এদের মধ্যে কেউ চুক্তিবদ্ধ না হলে চার বছর এবং চুক্তিবদ্ধ হয়ে চাল সরবরাহ না দিলে দুই বছর খাদ্য বিভাগে চাল সরবরাহ করতে পারবেন না। -স্টাফ রিপোর্টার,নীলফামারী ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে অর্থনৈতিক রিপোর্টার ॥ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জনসাধারণের জন্য ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সব শাখা অফিস এবং রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০টি শাখার মাধ্যমে নতুন নোট বিনিময় শুরু হয়েছে।
×