ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ন্যাশনাল হাউজিং

প্রকাশিত: ০৩:৩৫, ৯ জুন ২০১৭

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ন্যাশনাল হাউজিং

সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২৯ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ১৫.৩৯ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৫.২৮ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার ভারতে ব্যবসা করবে ইস্টার্ন ব্যাংক পার্শ্ববর্তী দেশ ভারতে ব্যবসা করতে নতুন শাখা খোলার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেড। বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্র মতে, ভারতের আসাম ও গুহাটিতে দুটি শাখা খুলতে চায় ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এ জন্য ভারতের রেগুলেটরি প্রতিষ্ঠানের অনুমোদন নিতে প্রাইস ওয়্যারহাউস কুপার্সকে (পিডব্লিউসি) দায়িত্ব দেয়া হয়েছে। সংশ্লিষ্ট রেগুলেটরদের অনুমোদনের পরই ভারতে ব্যবসায়িক কার্যক্রম শুরু হবে ব্যাংকটি। প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর, ২০১৬ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। এর মধ্যে ৫ শতাংশ বোনাস এবং ২০ শতাংশ নগদ লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭৮ পয়সা। আর শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২৯ টাকা ২৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×