ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক শেয়ার বিক্রি করবেন

প্রকাশিত: ০৩:৩৪, ৯ জুন ২০১৭

ইউনাইটেড ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক শেয়ার বিক্রি করবেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এহসান কাদির শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানির অন্যতম পরিচালক সৈয়দ এহসান কাদির তার কাছে থাকা শেয়ারের মধ্যে ৮ হাজার ৪৩১টি শেয়ার বিক্রি করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করতে পারবেন তিনি। বর্তমানে ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। পরিশোধিত মূলধন বাড়াবে পূরবী জেনারেল অর্থনৈদিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সূত্র জানায়, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত বাড়াবে। এজন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ৩০ জুলাই বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ওইদিন বিকেল ৪টায় তেজগাঁওয়ের এমএইচ শমরিতা হাসপাতাল ও মেডিক্যাল কলেজের অডিটরিয়ামে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ জুলাই।
×