ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আফসান চৌধুরীর বিরুদ্ধে জেনারেল মাসুদের মামলা

প্রকাশিত: ০৯:০২, ৮ জুন ২০১৭

আফসান চৌধুরীর বিরুদ্ধে জেনারেল মাসুদের মামলা

স্টাফ রিপোর্টার ॥ ফেসবুকে করা মন্তব্যের কারণে কলামিস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। মামলায় আফসান চৌধুরীর বিরুদ্ধে অসত্য মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে। গত সোমবার গুলশান মডেল থানায় মামলাটি দায়ের হয়। থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া জানান, তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি দায়ের হয়েছে। মামলায় আফসান চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে মাসুদ উদ্দিন চৌধুরী অসত্য বক্তব্য দেয়ার অভিযোগ এনেছেন। মামলা দায়েরের দিনই ফেসবুকে আরেক মন্তব্যে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে অভিযোগ করে সুপ্রীমকোর্টের এক আইনজীবী গত সোমবার আফসান চৌধুরীর নামে একটি উকিল নোটিসও পাঠিয়েছেন। ওই নোটিসে কলামিস্ট আফসান চৌধুরীকে গ্রেফতারের দাবিও করা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কনসাল্টিং এডিটর। সংবাদপত্রে লেখার পাশাপাশি তিনি নিয়মিত টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানে যোগ দেন।
×