ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আপনের জব্দ করা সোনা ফেরত না দিলে ধর্মঘটের ঘোষণা

প্রকাশিত: ০৯:০০, ৮ জুন ২০১৭

আপনের জব্দ করা সোনা ফেরত না দিলে ধর্মঘটের ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ আপন জুয়েলার্সের জব্দ করা সোনা ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত দেয়ার দাবি করে রবিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। বুধবার বায়তুল মোকাররমে সমিতির কার্যালয়ে দুই ঘণ্টা বৈঠকের পর সংগঠনের সহ-সভাপতি এনামুল হক খান দোলন সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন। আপন জুয়েলার্সের স্বর্ণ ফেরত দেয়া এবং সোনা আমদানির নীতিমালা করার পাশাপাশি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খানের অপসারণও দাবি করেন তিনি। দোলন বলেন, “জামায়াত-বিএনপির একটি চক্রান্তে একটি চক্র সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে আছে। বাংলাদেশের জুয়েলারি শিল্পকে ধ্বংসের জন্য সেই চক্র উঠে পড়ে লেগেছে, তারা নীলনক্সা করছে। সংবাদ সম্মেলনে জুয়েলার্স সমিতির সভাপতি গঙ্গাচরণ মালাকারসহ সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×