ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফ্লাইওভারের গার্ডারে হতাহতদের ক্ষতিপূরণ প্রদানে রুল

প্রকাশিত: ০৭:৫৮, ৮ জুন ২০১৭

ফ্লাইওভারের গার্ডারে হতাহতদের ক্ষতিপূরণ প্রদানে রুল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মালিবাগে নির্মাণাধীন মৌচাক-মগবাজার ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে নিহত স্বপন মিয়াসহ তিনজনের পরিবারকে এক কোটি ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কেন প্রদান করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের নেতৃত্বে হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেছেন। আগামী চার সপ্তাহের মধ্যে গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রধান প্রকৌশলী, ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী, ফ্লাইওভার নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক ও রমনা থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। গত ১৩ মার্চ রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার তোলার সময় সেটি ক্রেন থেকে ছিঁড়ে পড়ে। গার্ডারের নিচে চাপা পড়ে স্বপন মিয়া নামের এক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনায় আহত হয়ে পলাশ (৪০) ও নূর নবী (৪০) নামের দুই ব্যক্তি আহত হন। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় গত ৩ জুন মানবাধিকার সংগঠন চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন হয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। পরে আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, জনগণের নিরাপত্তা দিতে সরকারের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তাকে কেন বেআইনী ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। একইসঙ্গে মৃত স্বপন মিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দিতে কি পদক্ষেপ নেয়া হয়েছে, সে বিষয়টি দুই সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে রমনা থানার ওসিকে কেন নির্দেশ দেয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।
×