ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অনন্য রেজা করিম

শ্রুতির নতুন সিনেমা

প্রকাশিত: ০৫:০৯, ৮ জুন ২০১৭

শ্রুতির নতুন সিনেমা

দক্ষিণী তামিল তেলেগু মালায়লাম সিনেমার জনপ্রিয় কিংবদন্তি অভিনেতা কমল হাসান। একজন অসাধারণ মেধাবী অভিনেতা হিসেবে দর্শক তাকে দেখেছেন অনেক সিনেমায়। মাঝখানে বলিউডেও কমল হাসানের বিচরণ লক্ষ্য করা গেছে। এখানেও অনেক সুপারহিট সিনেমায় নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। অমিতাভ বচ্চন, ঋষি কাপুর, মিঠুন চক্রবতীদের সঙ্গে পাল্লা দিয়ে এক সময় হিন্দী ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে বলিউডে নিজেকে থিতু করার কোন পরিকল্পনা বা ইচ্ছে ছিল না কমল হাসানের। তিনি ফিরে গেছেন তার নিজস্ব জায়গায় দক্ষিণী চিত্রলোকে। কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানও বাবার মতো মাঝে মধ্যে হাজির হোন হিন্দী সিনেমায়। দেখতে সুন্দরী আকর্ষণীয় গ্ল্যামারাস। ‘বেহেন হোগি তেরি’, শ্রুতি হাসান অভিনীত নতুন আরেকটি বলিউডি সিনেমা। যা মুক্তি পাবে আগামী সপ্তাহে। কমেডি রোমান্টিক ধাঁচের এ ছবিতে শ্রুতি অভিনয় করেছেন এক পাঞ্জাবি তরুণীর চরিত্রে। ছবিতে তার নাম বিন্নি অরোরা। সুখী সমৃদ্ধিশালী পাঞ্জাবি পরিবারে মেয়ের চরিত্রটি খুব বেশি জটিল কিংবা চ্যালেঞ্জিং না হলেও অভিনীত চরিত্রটিকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তুলতে শ্রুতি হাসান তার হালকা পাতলা শরীরের ওজন কিছুটা বাড়িয়েছিলেন। ‘সিনেমায় প্রতিটি চরিত্রের ধরন এবং স্বভাব বৈশিষ্ট্য অনুযায়ী আলাদা একটা লুক থাকে। সেটা ফুটিয়ে তুলতে একজন অভিনয় শিল্পীকে সচেষ্ট থাকতে হয়। আমিও বেহেন হোগি তেরির পাঞ্জাবি তরুণ বিন্নি সাজতে গিয়ে কিছুটা মোটা হয়েছি এজন্য বেশ কিছুদিন খাওয়া-দাওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছিলাম, শ্রুতি হাসান বলেন, নতুন এ ছবিতে তিনি অভিনয় করেছেন রাজকুমার রাওয়ের বিপরীতে। এবারই প্রথম তারা জুটি বেঁধে অভিনয় করেছেন। বলিউডে ২০০৯ সাল থেকে নায়িকা চরিত্রে অভিনয় জুটি বেঁধে অভিনয় করেছেন শ্রুতি। দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনয় তারকা কমল হাসানের কন্যা হিসেবে তার পরিচিতি থাকলেও একজন মেধাবী সঙ্গীত শিল্পী এবং অভিনেত্রী হিসেবে বারবার মনোযোগ আকর্ষণ করেছেন দর্শক সমালোচকদের। গত ৮ বছরে ৮টি বলিউডি ছবিতে অভিনয় করেছেন শ্রুতি। বলিউডে নায়িকা হিসেবে এখনও প্রত্যাশিত অবস্থানে নিজেকে নিয়ে যেতে না পারলেও এ নিয়ে তার মধ্যে কোন আক্ষেপ বা অতৃপ্তি নেই। তার বাবা কমল হাসান এবং মা সারিকা দু’জনেই এক সময়ের জনপ্রিয় চিত্রতারকা। তারকা পরিবারের সন্তানরা সাধারণত সিনেমায় নায়ক নায়িকা হিসেবে কাজ করতে এসে প্রত্যাশা অনুযায়ী সাফল্য পান না। এরকম কথা প্রচলিত রয়েছে বলিউডে। যার প্রেক্ষিতে শ্রুতি বলেন, অনেকে আমাকে বাবার সঙ্গে তুলনা করতে চান। এটা অন্যায়, আমি তার মতো হতে পারব কি? আমার সাধ্য যতটা আমি ততটা পেরেছি, আমার যোগ্যতা অনুযায়ী নিজেকে প্রকাশের চেষ্টা করছি, এখন যদি আমাকে কমল হাসানের মেয়ে হিসেবে তার সঙ্গে প্রতিযোগিতায় নামানো হয় তাহলে কোনদিকে যাব? শ্রুতি দক্ষিণী সিনেমায় মোটামুটি ভাল করেছেন। সেখানে তাকে একজন সফল অভিনেত্রী বিবেচনা করা হয়। দক্ষিণী চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে তিনটি ফিল্মফেয়ার এ্যাওয়ার্ড জিতেছেন। ৩১ বছর বয়সী শ্রুতি নিজেকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে তুলে ধরতেই যেন স্বাচ্ছন্দ্য বোধ করেন। ‘আমি গায়িকা হিসেবে তুলনামূলকভাবে এগিয়ে, আজকাল সঙ্গীত পরিচালনাও করছি, তবে অভিনয় আমার রক্তে প্রবহমান। বাবা ও মায়ের কাছ থেকে অভিনয়ের ধারা পেয়েছি। আমি অভিনেত্রী হিসেবে দক্ষিণী সিনেমায় নিজেকে যেভাবে প্রকাশের সুযোগ পেয়েছি বলিউডে ঠিক সেভাবে পাইনি। এটা আমার দুর্ভাগ্য এখানে সুযোগ পেলে হয়ত অন্যরকম হতো আমার ক্যারিয়ার, শ্রুতি বলেন। বলিউডে রোমান্টিক, এ্যাকশন, কমেডি, সিরিয়াস-সব ধরনের রোলেই অভিনয় করেছেন শ্রুতি। এবার ‘বেহেন হোগি তেরি’ ছবিতে কমেডি রোমান্টিক ধাঁচের চরিত্রে অভিনয় করতে গিয়ে ভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এ প্রসঙ্গে খোলামেলাভাবে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘আমি সিরিয়াস অভিনয়ের চেয়ে কমেডি অভিনয় করতে গিয়ে চ্যালেঞ্জ অনুভব করেছি। ‘বেহেন হোগি তেরি’ ছবির বিন্নি অরোরা চরিত্রটি রূপায়ণ করতে গিয়ে বেশ মজাও পেয়েছি। দর্শক ছবিটি দেখে আনন্দ পাবেন আমার দৃঢ় বিশ্বাস। আমার বাবাও সিরিয়াস অভিনয়ের পাশাপাশি কমেডি অভিনয়েও বাজিমাত করেছেন। আমি তার মতো না পারলেও যথাসাধ্য চেষ্টা করেছি। শ্রুতিতে এ বছর তার বাবা কমল হাসান পরিচালিত শাবাশ কু-ু ছবিতে দেখা যাবে।
×