ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শোবিজ তারকার ঈদ আয়োজন

প্রকাশিত: ০৫:০৮, ৮ জুন ২০১৭

শোবিজ তারকার ঈদ আয়োজন

বছর ঘুরে আসছে ঈদ। সেই উৎসবকে আরও রঙিন করে তুলতে চ্যানেলগুলো আয়োজন করছে নানা নাটক-টেলিফিল্ম ও বিশেষ অনুষ্ঠানমালার। এসব আয়োজনে থাকেন জনপ্রিয় সব শিল্পীরা। এ ছাড়া ভিন্ন ভিন্ন গল্পে একাধিক চরিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় তারকারা। উদ্দেশ্য একটাই, অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালবাসা অর্জন ও মনোরঞ্জন। এমন কয়েকজন জনপ্রিয় তরুণ তারকাদের ঈদের নাটক নিয়ে আনন্দকণ্ঠের ধারাবাহিক আয়োজন। লিখেছেন- রুহুল আমিন ভূঁইয়া রোমান্টিক হিরো আফরান নিশো ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। ব্যতিক্রম কিছু গল্পে চমৎকার সব চরিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বিশেষ করে রোমান্টিক গল্পের নায়ক হিসেবে নিশো এখন নির্মাতাদের সেরা পছন্দ। তাই নাটক-টেলিফিল্মে তার ব্যস্ততা বেড়েই চলেছে। প্রতিবারের মতো এবারও ঈদে বেশকিছু নাটকে দেখা যাবে তাকে। এরই মধ্যে খ্যাতিমান কবি আবুল হাসানের ‘যুগল সন্ধি’ কবিতা অবলম্বনে মাহমুদ দিদারের পরিচালনায় ‘আটপৌরে জীবনের গান’ ও ‘উড়াল প্রেম’, মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ‘আমি ক্রিকেটার হতে চাই।’ এই নাটকটি সাত খণ্ডের ওয়েব সিরিজ আকরে প্রচারিত হবে। তাছাড়া রয়েছে আবু হায়াত মাহমুদের ‘রঙ্গিন বায়োস্কোপ’, সুমন আনোয়ারে ‘সুখী মিরগঞ্জ’। সব মিলিয়ে বলা চলে এবারের ঈদে ডজনখানেক নাটকে ভিন্নভাবে দর্শক দেখতে পাবেন আফরান নিশোকে। আসন্ন ঈদে প্রায় প্রতিটি চ্যানেলেই এসব তারকাদের অভিনীত নাটক দেখতে পাবেন দর্শকরা। শখের ঈদ ব্যস্ততা নাটক কিংবা টেলিফিল্মে অভিনয় নিয়ে সারা বছরই ব্যস্ত থাকেন ছোটপর্দার তারকারা। সেসব তারকার ভিড়ে আনিকা কবির শখের ব্যস্ততা এবার একটু বেশিই বলা চলে। প্রতিবারই ঈদের ধারাবাহিক নাটকের রানী হয়ে থাকেন তিনি। এমনিতেই নাটকে তার চাহিদাটা একটু বেশিই যেন। যদিও বিজ্ঞাপনের মডেল হিসেবেই পথচলা শুরু। কিন্তু অভিনয়েও কম যান না এ মেয়েটি। এবারের ঈদে ব্যস্ততার দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন শখ। এরই মধ্যে প্রায় হাফ ডজন ঈদ ধারাবাহিকে অভিনয় করেছেন এ তারকা। এর বাইরে খণ্ড নাটক তো রয়েছেই। শখ অভিনীত বেশিরভাগ নাটকই সিক্যুয়েল। যার প্রথম কিস্তি গত ঈদেও প্রচার হয়েছে। এর মধ্যে শামীম জামানের ‘মেজাজ ফোরটিনাইন টু’ এবং সাগর জাহানের, ‘এ্যাভারেজ আসলাম ইস নট ব্যাচেলর’ ও ‘নসু ভিলেন’ নামের তিনটি নাটক। দুটিতে নাটকে তার বিপরীতে রয়েছেন মোশাররফ করিম। নসু ভিলেন নাটকে তিনি অভিনয় করছেন চঞ্চল চৌধুরীর বিপরীতে। মিলন ভট্টাচার্যের পরিচালনায় ‘কবিরাজ’, ‘মাইক্রোফোন’ নামে আরও দুটি নাটকে অভিনয় করেছেন শখ। সম্প্রতি কক্সবাজার ও ঢাকার অদূরে পুবাইলে নাটক দুটির শূটিং শেষ হয়েছে। এছাড়া কাজল আরেফিন অমির ‘বোকা ভালবাসা’, মেহেদী হাসান জনির ‘টু লেট ব্যাচেলর’, ‘শামীম জামানের ‘বডিগার্ড হোসেন’। প্রতিবারের মতো এবারের ঈদেও শখের একাধিক নাটক প্রচার হবে বিভিন্ন চ্যানেলে। এখন কেবল ঈদের নাটকেরই শূটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রতিটি নাটকেই ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকরা দেখতে পাবেন তাকে। সব মিলিয়ে বলা চলে এবারের ঈদে এক ডজনের বেশি নাটকে দেখা যাবে শখকে। ব্যতিক্রম চরিত্রে তৌসিফ মাহবুব আসছে রোজার ঈদ উপলক্ষে নাটকপাড়া এবং অভিনয় শিল্পীরা ব্যস্ত হয়ে পড়েছেন। গরমকে উপেক্ষা করেই বিভিন্ন নাটকের ইউনিট কাজ করছে পুরোদমে। ঈদ ব্যস্ততার হাওয়া লেগেছে অভিনেতা তৌসিফ মাহবুবের পালে। গত মাস থেকে জনপ্রিয় এ অভিনেতা পুরোদমে শুরু করেছেন ঈদের কাজ। একেবারে টাইট সিডিউল, একদিনও ফাঁকা নেই। শূটিং চলবে ২৮ রমজান পর্যন্ত। এরইমধ্যে এক ডজন নাটকের কাজ শেষ করেছেন তিনি। এর মধ্যে রয়েছে রোড টু সাকসেস, ফিরে যাওয়া কিংবা না ফেরার গল্প, অপু-দা অপদার্থ, নীল আবরণ, মহুয়া সুন্দরী, ‘অহর্নিশ ভালবাসা’, ওয়েলকাম ক্লাব, হানিমুন প্যাকেজ, এক্স-ফ্যাক্টর রিলোডেড, সুলতান সুলেমান ব্রাদার্স, থাই বিশেষ অজ্ঞগণসহ ১৫ থেকে ২০টি নাটকে আসন্ন ঈদে দেখা যাবে তৌসিফকে। তৌসিফ আনন্দকণ্ঠকে বলেন, যে কয়টি নাটকের কথা বললাম সবগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে পাওয়া যাবে আমাকে। তানজিন তিশা ঈদের নাটকের কাজ নিয়েই তানজিন তিশা ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে তিনি আসছে ঈদের জন্য অভিনয় করেছেন সোহেলের নির্দেশনায় ‘হিয়ার মাঝে তুমি ও হাসনা হেনা, রিজভীর ইস্যু নাটকের কাজ। হিমেল আশরাফের শর্ত সাপেক্ষে, হাবিব মাসুদের পরিচয় এবং রুমান-রুনির আরেকটি ঈদ বিশেষ নাটকের কাজ। প্রচ- গরমে মধ্যে বিদ্যুতবিহীন অবস্থায় রাজধানীসহ রাজধানীর অদূরে পুবাইলসহ আরও বিভিন্ন লোকেশনে এখন নাটক নির্মাণের ধুম শুরু“হয়েছে। অন্যান্য অনেক শিল্পীর মতো তানজিন তিশাও গরম সহ্য করেই শূটিং করছেন। ঈদের কাজ নিয়ে তানজিন তিশা বলেন, এবারের ঈদে আমাকে বেশকিছু ভাল ভাল নাটকে কাজ করতে দেখা যাবে। এরইমধ্যে বেশ কয়েকটির কাজ শেষ করেছি। ঈদের পূর্ব পর্যন্ত নাটক টেলিফিল্মে কাজ করা নিয়ে ব্যস্ত থাকতে হবে। প্রতিটি নাটকে আমার চরিত্রে দর্শক এবার ভিন্নতা পাবেন। গ্ল্যামার কন্যা ঊর্মিলা শ্রাবন্তী কর অভিনয় ও অভিনয় শিল্পী সংঘের কার্যক্রম নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন গ্ল্যামার কন্যা ঊর্মিলা শ্রাবন্তী কর। বরাবরই তিনি ব্যতিক্রমী সব চরিত্রে দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করেন। এবারের ঈদেও তাকে বেশকিছু নতুন চরিত্রে দেখা যাবে বলে জানান তিনি। এরই মধ্যে ঊর্মিলা ঈদের জন্য শিহাব শাহিনের ‘জ্যাকসন বিল্লাল’, ইফতেখার আহমেদ ফাহমির ‘যেমন খুশি তেমন সাজো’, কচি খন্দকারের ‘মানুষ-অমানুষ’ আবু হায়াত মাহমুদের ‘পাশ্চিত্ব’ ও তানিম রহমান অংশুর ‘আয়নাবাজি’ নাটকের কাজ শেষ করেছেন। এ ছাড়া কৌশিক শংকর দাস ও গৌতম কৌরিসহ আরও কয়েকজন নির্মাতার নাটকেও তাকে দেখা যাবে বলে জানান তিনি। প্রতিটি নাটক দর্শকের ভাল লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেন ঊর্মিলা। ছবি : আরিফ আহমেদ
×