ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সব্যসাচী দাশ

ঈদে সিনেমা মুক্তির রেস

প্রকাশিত: ০৫:০৮, ৮ জুন ২০১৭

ঈদে সিনেমা মুক্তির রেস

গত কয়েক মাস ধরে দেশের রাজনৈতিক হাওয়া উল্টা-পাল্টা বইছে। কখনও এপালে তো কখনও ওপালে, সাধারণ জনগণ থেকে হাইপ্রোফাইল ব্যক্তিত্ব, মোটামুটি সবারই শিহরিত করছে এই দিশাহীন পাগলা হাওয়া। যে কারণে, আমরা এখন রাজনৈতিক আলোচনায় অতি মাত্রায় সরব। রাজনীতির এই উত্তাপ ময়দান থেকে পৌঁছে গেছে আমাদের বিনোদন জগতে। আসছে ঈদকে কেন্দ্র করে আমাদের মনোরঞ্জনের জন্য যে কয়টি সিনেমা মুক্তি পাবে তার মধ্যে ‘রাজনীতি’ সব থেকে আলোচিত সিনেমা বলে আপতত মনে হচ্ছে, অবশ্য এজন্য যথেষ্ট কারণও রয়েছে। সিনেমার গল্প যে রাজনৈতিক ঘরানার তা তো নামেই স্পষ্ট। গল্পে চলচ্চিত্রের নামের প্রতি কতখানি সুবিচার হবে কিংবা হবে না সে বিচারের থেকে সিনেমার নায়ক-নয়িকা, পরিচালক এবং অনান্য পটভূমি এই সিনেমার আপাতত আলোচ্য। আলোচনা-সমালোচনা যাই থাক না কেন শাকিব খান অন্যবারের মতো এবারও ঈদ আনন্দের আইকন। সারা বছরের সিনেমা মুক্তির বিষয় আলোচনায় তেমন রসদ না যোগালেও বছরের বিশেষ সময় অর্থাৎ ঈদ-উল ফিতর বা ঈদ-উল আযাহার মতো উৎসব যখন আসে তখন কিন্তু বিষয়টা একটু গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। দেশের বড় থেকে ছোট শহর এমন কি উপজেলা পর্যন্ত যে সব সিনেমা হলে সারা বছর নিয়মিত সিনেমা প্রদর্শিত হয় না সে সব হলগুলো কিন্তু ঈদের সিনেমার অপেক্ষায় থাকে। বব্যসা হোক বা না হোক কিছু দর্শক তো হলের করিডোরে দেখা যায়। হয়ত, এই সান্ত¡নাই হল মালিকদের! এমন বাস্তবচিত্র গত কয়েক বছরের। গেল বারের মতো ২০১৭ সালেও ঈদ-উল ফিতর উপলক্ষে যে কয়টি সিনেমা মুক্তি পাবে তার মধ্যে একটি বাদে সবগুলো সিনেমার মূল নায়ক ঢাকার কিং শাকিব খান। এখন পর্যন্ত চারটি সিনেমা এ বছর ঈদের জন্য নির্ধারিত হয়েছে, ‘নবাব’ ‘রাজনীতি’ ‘রংবাজ’ এবং ‘বস-২’ এর তিনটি সিনেমার প্রধান নায়ক শাকিব খান। এগুলোর মধ্যে নবাব, বংবাজ এবং বস-২ যৌথ প্রযোজনার সিনেমা আর রাজনীতি দেশী প্রযোজনা সংস্থার সিনেমা। এই সিনেমার মূল আকর্ষণ শাকিব খানের নায়িকা অপু বিশ্বাস। অবশ্য অপু-শাকিব জুটির সিনেমা দর্শক বহুবার দেখলেও এবার কিন্তু দর্শক তাদের দেখবে ভিন্ন দৃষ্টিতে, অতি কৌতূহলে। দর্শকদের এই অগ্রহই হলো এই সিনেমার মূল বিষয়। কারণ, যারা নিয়মিত বাংলা সিনেমা দেখেন বা খোঁজখবর রাখেন- কিংবা একেবারেই রাখেন না এমন সকলেই সম্প্রতি ঘটে যাওয়া শাকিব-অপুর ক্যামিস্ট্রির খবর জানেন। যে কারণে, রাজনীতির পর্দায় দর্শক যখন তাদের দেখবেন তখন তারা নায়ক শাকিব খান এবং নায়িকা অপু বিশ্বাসের পরিবর্তে স্বামী শাকিব খান এবং স্ত্রী অপু ইসলামকে খোঁজার চেষ্টা করবেন। এমন কৌতূহল এই সিনেমা নিয়ে ইতোমধ্যে তৈরি হয়েছে। রাজনীতি চলচ্চিত্রের পরিচালক বুলবুল বিশ্বাস। বুলবুল নবীন চিত্র পরিচালক। সিনেমার কাহিনী, চিত্রনাট্য, সংলাপ তারই। প্রথমে এই সিনেমার জন্য শাকিব খান, জায়েদ খান এবং প্রিয়া বিপাশাকে নির্বাচন কারা হলেও পরবর্তীতে বিভিন্ন জটিলতায় শাকিব খানের সঙ্গে আনিসুর রহমান মিলন এবং অপু বিশ্বাসের নাম পাকা হয়। চূড়ান্তেভাবে এদের দিয়েই সিনেমার কাজ সম্পন্ন হয়। রাজনীতির কাজ শেষ হয়েছে বেশ কয়েক মাস আগে, বিনা কর্তনে সেন্সর বোর্ডের সনদও মিলেছে। সিনেমার ট্রেজার ইউটিউবে কয়েকদিন আগেই পোস্ট করা হয়েছে, এর বর্তমান দর্শক ভিউয়ার কয়েক লাখ। শাকিব খান এ্যাকশন হিরো রোমান্টিক হিরোর চরিত্র সচরাচর করলেও একজন জনপ্রতিনিধি বা রাজনীতিবিদের চরিত্রে এবারই প্রথম তাকে দেখা যাবে। এ কারণেও রাজনীতির আলোচনা আরেক দফা এগিয়ে। শাকিবের আর এক সিনেমা নবাব। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইউটিউবে এই সিনেমার গান, ট্রেইলর ব্যাপক আলোচিত। ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নবাব নির্মিত। পশ্চিমবঙ্গের মিষ্টি নায়িকা শুভশ্রী গাঙ্গুলি, শাকিবের নায়িকা। অমিত হাসান, খরাজ মুখার্জি, রজতাপ দত্ত, মেঘলা এবং সব্যসাচী চক্রবর্তী নবাবের মূল চরিত্রে দেখা যাবে। সিনেমায় শাকিবের একজন জাদরেল পুলিশ অফিসারের চরিত্রে দর্শক দেখতে পাবে। বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টি মিডিয়া এবং ভারতের এস কে মুভিজ যৌথভাবে এই সিনেমা নির্মাণ করেছেন, পরিচালনা করেছেন জয়দেব মুখার্জি। নবাব শাকিবের যৌথ প্রযোজনার দ্বিতীয় চলচ্চিত্র। গেল বছর ঈদে মুক্তি পেয়েছিল তার প্রথম যৌথ প্রযোজনার সিনেমা শিকারি। শিকারি ছিল তার অন্যতম ব্যবসা সফল সিনেমা। গত বছরের মতো এ বছরও শাকিবের প্রতিদ্বন্দ্বী টালিউডের সুপার হিরো জিৎ। এ বছর তার ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে তার বস সিনেমার দ্বিতীয় সিকুয়াল ‘বস ২’। এটিও ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা। বাংলাদেশের নুসরাত ফারিয়া ভারতের জিৎকে দ্বিতীয়বারের মতো দেখা যাবে ‘বস-২’ এর পর্দায়। সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া বস-২ এর ‘আল্লা মেহের বান’ গানটি ছিল অতি মাত্রায় আলোচিত এবং সমালোচিত। শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে ইউটিউব গানটি সরিয়ে ফেলেছে। গেল বছর জিৎ এর সঙ্গে ফারিয়ার বদশা সিনেমা সাফল্য ছিল আলোচিত, সে সুবাদে এবারের ঈদে ‘বস-২’ যে আলোচনায় থাকবেন তা বলাই যায়। নতুন জুটি বুবলি শাকিবের আর এক যৌথ প্রযোজনার সিনেমা ‘রংবাজ’ ও আলোচনার রেসে সমান গতিতে দৌড়াচ্ছে। সবমিলে গেল ঈদের মতোই এবারও দর্শক শাকিব এবং জিৎ খুশি থাকবেন। পাশাপাশি বুবলি এবং অপু বিশ্বাসের চ্যালেঞ্জ তো থাকছেই।
×