ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২ জুলাই থেকে চট্টগ্রাম কাতার রুটে ডানা মেলছে রিজেন্ট এয়ার

প্রকাশিত: ০৫:০৫, ৮ জুন ২০১৭

২ জুলাই থেকে চট্টগ্রাম কাতার রুটে ডানা মেলছে রিজেন্ট এয়ার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম থেকে কাতারের উদ্দেশে ডানা মেলছে রিজেন্ট এয়ার। কাতার প্রবাসী এ অঞ্চলের বিপুলসংখ্যক মানুষের যাতায়াত সহজ করতে সরাসরি এ ফ্লাইট চালু করছে রিজেন্ট। আগামী ২ জুলাই থেকে সপ্তাহে ২ দিন চট্টগ্রাম-দোহা-চট্টগ্রাম রুটে চলবে রিজেন্টের ফ্লাইট। বেসরকারী এ বিমান সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, কাতার প্রবাসী প্রায় সাড়ে ৩ লাখ বাংলাদেশীর মধ্যে ৪০ ভাগই চট্টগ্রামের মানুষ। চাহিদা বিবেচনা করে এই ফ্লাইট চালু করা হচ্ছে এবং ভবিষ্যতে ফ্লাইট সংখ্যা আরও বাড়ানো হবে। সরাসরি ফ্লাইট চালুর ফলে বৃহত্তর চট্টগ্রামে কাতার প্রবাসীদের যাতায়াত বিরতিহীন এবং আরামদায়ক হবে। রিজেন্ট এয়ার জানায়, সপ্তাহের প্রতি রবি ও বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে স্থানীয় সময় রাত ১১টা ৪৫ মিনিটে দোহা পৌঁছুবে ফ্লাইট। সেখান থেকে মধ্যরাত ২টা ৪৫ মিনিটে ছেড়ে বেলা ১১টায় চট্টগ্রামে এসে পৌঁছবে। ১৬৭ আসনের নতুন প্রজন্মের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি চলাচল করবে এ রুটে। চট্টগ্রাম-দোহা রুটে সর্বনি¤œ ভাড়া ওয়ানওয়ে ২৩ হাজার ৭৮৭ টাকা এবং রিটার্ন ৪০ হাজার ৪৬২ টাকা। প্রত্যেক যাত্রী দেশ থেকে যাওয়ার সময় ৪০ কেজি এবং দোহা থেকে আসার সময় ৪৫ কেজি ফ্রি ব্যাগেজ সুবিধা পাবেন। রিজেন্ট এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. জেনারেল (অব) এম ফজলে আকবর সাংবাদিকদের জানান, রিজেন্ট এয়ার এরইমধ্যে চট্টগ্রাম-ব্যাঙ্কক, কলকাতা এবং মাস্কাটে সরাসরি ফ্লাইট চালু করেছে। সে ধারাবাহিকতায় এবার যুক্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের কাতারের রাজধানী দোহা। এ ফ্লাইট বেশ জনপ্রিয় হবে বলে আশাবাদী রিজেন্ট।
×