ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের আলোচনা

‘আগামী নির্বাচনে বিএনপির হ্যাটট্রিক পরাজয় ঘটবে’

প্রকাশিত: ০৫:০৫, ৮ জুন ২০১৭

‘আগামী নির্বাচনে বিএনপির হ্যাটট্রিক পরাজয় ঘটবে’

বিশেষ প্রতিনিধি ॥ ‘বিএনপি এমন হাবভাব দেখাচ্ছে যেন তারা ক্ষমতায় আসবে! তারা যদি মনে করে ২০০১ সালে যা হয়েছে, ২০১৯ সালের নির্বাচনে তার পুনরাবৃত্তি ঘটবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আগামী নির্বাচনে সবক্ষেত্রে ব্যর্থ বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে, আর উন্নয়ন-অগ্রগতির মূল চালিকাশক্তি আওয়ামী লীগের হ্যাটট্রিক বিজয় ঘটবে। আমরা উন্নয়ন করেছি, আমরা অর্জন করেছি। সারা বিশ্বে শেখ হাসিনা বাংলাদেশকে প্রশংসিত ও সমাদৃত করেছেন। বাংলাদেশের জনগণ তৃণমূলের নির্বাচনে তার প্রমাণ দিয়েছে। ইনশাল্লাহ জাতীয় নির্বাচনেও আমরাই বিজয়ী হবো।’ বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঐতিহাসিক ৭ জুন ছয় দফা দিবস উপলক্ষে যৌথভাবে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ নেতারা একথা বলেন। বুধবার ঢাকাসহ সারাদেশেই যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। ঐতিহাসিক ৭ জুনের প্রেক্ষাপট তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, আজকে আমরা বলতে পারি ২০০৯ সালে সরকার গঠনের সময় এই দেশে গড় আয় ছিল ৫শ’ ডলার। সেই দেশে আজকে গড় আয় ১৬শ’ মার্কিন ডলারের দিকে চলে গেছে। এরই নাম হচ্ছে অর্থনৈতিক মুক্তি। আজকে সারা পৃথিবী থেকে প্রশংসা এবং সমর্থন কুড়াচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধুকে উদ্দেশে করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আপনাকে রক্ষা করতে পারি নাই। ঘাতকের নির্মম বুলেটে আপনি আজ টুঙ্গিপাড়ায় শায়িত আছেন। টুঙ্গিপাড়ার কবর থেকে বাংলার ১ কোটি মানুষের নেত্রী শেখ হাসিনাকে আপনি দোয়া করেন। আপনি দোয়া করেন আওয়ামী লীগের প্রতিটি কর্মীকে, যাতে আমরা আপনার অসমাপ্ত কাজটুকুকে আপনারই কন্যার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। মনু মিয়াদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে পারি।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেত্রী খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ২০১৮ সাল হবে জনগণের বছর। তাঁরা ক্ষমতায় আসবে এমন একটা ভাব। তারা (বিএনপি) মনে করেছেন, ২০০১ সালে যা হয়েছে ২০১৯ সালেও তার পুনরাবৃত্তি ঘটবে। এটা যদি মনে করেন, তাহলে বোকার স্বর্গে বাস করছেন। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার সাইকেল ফেডারেশন পর্যন্ত বিলুপ্ত করেছিল। সাইকেল ফেডারেশনের সঙ্গে নির্বাচনের কি সম্পর্ক? বেগম জিয়ার পরামর্শে তারা সাইকেল ফেডারেশন পর্যন্ত সেদিন বাতিল করেছিল বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ফখরুল সাহেব ওইদিন আর ফিরে আসবে না। ২০১৮ সালে শেখ হাসিনার নেতৃত্ব আমরা বিজয়ী হবো এবং বিজয়ের হ্যাটট্রিক করব। আপনারা নিজেদের ভুলে একবার ইলেকশন করেনি। ২০০৮ সালে খালেদা জিয়া বলেছিলেন আওয়ামী লীগ ৩০টির বেশি আসন পাবে না। ২০১৮ সালের আগামী নির্বাচনে কি হবে? আমি এই মূহুর্তে বলতে পারছি না? তবে পরাজয়ে আপনাদের হ্যাটট্রিক হবে, এটা বলতে পারি। আর কি জবাব দেব? তিনি বলেন, আমরা উন্নয়ন করেছি। আমরা অর্জন করেছি। সারা বিশ্বে শেখ হাসিনা বাংলাদেশকে প্রশংসিত ও সমাদৃত করেছেন। বাংলাদেশের জনগণ তৃণমূলের নির্বাচনে তার প্রমাণ দিয়েছে। আমরা তৃণমূলে শতকরা ৯০টি আসনে বিজয়ী হয়েছি। ইনশাল্লাহ জাতীয় নির্বাচনেও আমরাই বিজয়ী হবো। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, আমরা কখনও বলিনি, আপনাদের কারাগারে রেখে নির্বাচন করব। ২০১৪ সালের নির্বাচনে আপনাদের বারবার আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু আপনারা সেই নির্বাচনে আসেন নাই। কারণ জনগণের রায়ের প্রতি আপনাদের কখনও শ্রদ্ধা ও আস্থা ছিল না। আপনারা সবসময় ষড়যন্ত্রের পথে ক্ষমতায় এসেছেন। আপনাদের জন্মই হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। সে কারণে ষড়যন্ত্র ছাড়া অন্য কোন পথ আপনাদের কাছে পছন্দ নয়। ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একেএম এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং সাদেক খান প্রমুখ। ছয় দফা দিবস পালিত নানা কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে ঐতিহাসিক ছয় দফা দিবস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐতিহাসিক ছয় দফা দাবি দিবস উপলক্ষে বুধবার সকাল সাড়ে ৮টায় ধানম-ি বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলীয় নেতাদের নিয়ে জাতির প্রতিকৃতিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে দেয়া প্রতিক্রিয়ায় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হ্যাটট্রিক জয় আর বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে। বিএনপির আন্দোলনের হুমকি দিয়ে মাঠে না নামা এবং দেশের হাওড়াঞ্চল ও দক্ষিণ উপকূলসহ কোন অঞ্চলে দুর্যোগকালে জনগণের পাশে না থাকায় তারা (বিএনপি) জনগণের আস্থা হারিয়েছে। এ কারণেই আগামী নির্বাচনে আওয়ামী লীগ হ্যাটট্রিক জয় হবে। শ্রদ্ধা নিবেদনকালে এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতারা ছাড়াও মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যরা ছিলেন। এদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ড. আবদুর রাজ্জাক, লে. কর্নেল (অব) ফারুক খান, এ্যাডভোকেট আবদুল মান্নান খান, সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, মুকুল বোস, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডাঃ দীপু মনি, এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। বাদল রায়ের শয্যাপাশে ওবায়দুল কাদের এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বুধবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি, সাবেক ফুটবলার বাদল রায়কে দেখতে যান। তিনি তাঁর শয্যাপাশে কিছু সময় কাটান, চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত রোগমুক্তি কামনা করেন।
×