ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মওদুদের বাড়ি নিয়ে সরকার অন্যায় আচরণ করেছে ॥ খালেদা জিয়া

প্রকাশিত: ০৫:০২, ৮ জুন ২০১৭

মওদুদের বাড়ি নিয়ে সরকার অন্যায় আচরণ করেছে ॥ খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি নিয়ে সরকার অন্যায় আচরণ করেছে। ক্ষমতাসীনরা অনেকে বাড়ি জবরদখল করে আছে। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। বুধবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। খালেদা জিয়া বলেন, মওদুদ সাহেব ওই বাড়িতে ৩৬ বছর ছিলেন। আমিও আমার বাড়িতে ৪০ বছর ছিলাম। আমাকে এক কাপড়ে আমার বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। এ সরকারের দুর্নীতিবাজদেরও জনগণ একদিন এক কাপড়ে বের করে দেবে। খালেদা জিয়া বলেন, মানুষ পরিবর্তন চায়। তাই নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু শেখ হাসিনার অধীনে নির্বাচন হলে সেখানে সকলের অংশগ্রহণ হবে না। নির্বাচন সুষ্ঠু হবে না। শেখ হাসিনাকে সরিয়ে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেনÑ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অ্যাব নেতা মাহমুদুর রহমান, প্রকৌশলী আনহ আখতার হোসেন প্রমুখ। আজ আদালতে যাবেন খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার বিশেষ আদালতে যাবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দুই মামলায় হাজিরা দিতে তিনি বেলা ১১টার দিকে বিশেষ আদালতে যাবেন বলে বুধবার বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টায় পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী বিশেষ আদালতের উদ্দেশে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হবেন খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়াও জানিয়েছেন খালেদা জিয়া দুই মামলার হাজিরা দিতে আজ আদালতে যাবেন।
×