ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১১৬ আরোহীসহ মিয়ানমারের সামরিক বিমান আন্দামানে বিধ্বস্ত

প্রকাশিত: ০৫:০১, ৮ জুন ২০১৭

১১৬ আরোহীসহ মিয়ানমারের সামরিক বিমান আন্দামানে বিধ্বস্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ ১১৬ আরোহীসহ মিয়ানমারের একটি সামরিক বিমান আন্দামান সাগরে বিধ্বস্ত হয়েছে। বুধবার বিমানটি ইয়াংগুন থেকে যাত্রা করেছিল। অনুসন্ধানে আন্দামান সাগরে নিখোঁজ বিমানটির খ-িত অংশ পাওয়া গেছে। মিয়ানমার সেনাপ্রধানের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, উড্ডয়নের পর স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে হঠাৎ করেই নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে বিমানটির সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরোহীদের মধ্যে বেশ কয়েকটি শিশু ছিল। বিমানটি অনুসন্ধানে আন্দামান সাগরের আশপাশে নৌবাহিনীর জাহাজ ও বিমানযোগে অনুসন্ধান চালানো হচ্ছে। বিমানটিতে ১০৫ যাত্রী ও ১১ ক্রু ছিলেন। আরোহীদের মধ্যে সামরিক বাহিনীর কর্মকর্তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। খবর এএফপি ও বিবিসির। মিয়ানমারের মায়েক শহরের পর্যটন কর্মকর্তা নায়িং লিন জো বলেছেন, দাওয়ি শহরের ১৩৬ মাইল দূরে বিধ্বস্ত বিমানটির কিছু অংশ পাওয়া গেছে। তবে আশপাশে নৌবাহিনীর জাহাজ ব্যাপক অনুসন্ধান অব্যাহত রেখেছে।
×