ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাতারে বাংলাদেশীরা স্বাভাবিক, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

প্রকাশিত: ০৪:৫৯, ৮ জুন ২০১৭

কাতারে বাংলাদেশীরা স্বাভাবিক, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

কূটনৈতিক রিপোর্টার ॥ কাতারের সঙ্গে সৌদি আরবসহ সাত দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘটনায় সেখানে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের কেউ কেউ উদ্বেগ প্রকাশ করলেও বেশিরভাগ বাংলাদেশীই স্বাভাবিক রয়েছেন। দোহার বাংলাদেশ দূতাবাস থেকে ইতোমধ্যেই বাংলাদেশীদের আতঙ্কিত না হওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। তবে বাংলাদেশী প্রবাসীদের মধ্যে অনেকেই বেশি মাত্রায় খাদ্যপণ্য সংগ্রহ করছেন। ঢাকা ও দোহার কূটনৈতিক সূত্র এসব তথ্য জানায়। প্রবাসীদের মধ্যে অস্থিরতা কাটিয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে কাতারের দোহার দূতাবাসে বাংলাদেশের প্রবাসীদের সঙ্গে ইতোমধ্যেই এক বৈঠক হয়েছে। দোহার দূতাবাস এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে। সেই বৈঠকে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূূত আসুদ আহমদ জানিয়েছেন, পুরো পরিস্থিতি কাতার সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এ ব্যাপারে অহেতুক আতঙ্কিত হওয়ার কোন যৌক্তিক কারণ নেই। বিশেষ প্রয়োজনে বাংলাদেশী কমিউনিটির কারও প্রয়োজন হলে দূতাবাসের নম্বরে (৪৪৬৭১৯২৭) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। সূত্র জানায়, দোহার বিভিন্ন এলাকায় আতঙ্কিত প্রবাসীদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী মজুদের জন্য সুপারমলগুলোতে ভিড় করছে। কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘটনা প্রকাশের পর থেকেই সেখানের মার্কেটে উপচেপড়া ভিড় দেখা দিয়েছে। চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী স্বাভাবিকের চেয়েও বেশি মাত্রায় ক্রয় করছেন প্রবাসীরা। এদের মধ্যে বাংলাদেশ ও ভারতের নাগরিকই বেশি। তবে পরিবর্তিত পরিস্থিতি নিয়ে বাংলাদেশী কমিউনিটির কেউ কেউ উদ্বেগ প্রকাশ করলেও বেশিরভাগ বাংলাদেশীই স্বাভাবিক রয়েছেন। তাদের সব কাজকর্ম স্বাভাবিক আছে। তবে যারা ছুটিতে বাংলাদেশে এসেছেন তারা এখন ফিরে যাওয়ার সমস্যায় পড়েছেন। কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ফলে আমিরাতের এমিরেটস, ইতিহাদ ও ফ্লাই দুবাই, এয়ার এরাবিয়া, বাহরাইনের গালফসহ সব এয়ারলাইনের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। তাই যাদের আগে থেকে টিকেট কাটা ছিল তারা সবাই এয়ারপোর্টে আটকে রয়েছেন। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূূত আসুদ আহমেদ বলেছেন, প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে যোগাযোগ রাখছি, যাতে করে তারা অস্বস্তিতে না থাকেন। উপসাগরীয় দেশগুলোর মধ্যকার দ্বন্দ্বে বাংলাদেশ কোন পক্ষ নয়। এ কারণে এখানে অবস্থিত বাংলাদেশীদের দুশ্চিন্তার কারণ নেই। এদিকে দোহার বাংলাদেশ দূতাবাস থেকে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। কাতার ও উপসাগরীয় অন্যান্য কয়েকটি দেশের মধ্যে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে বাংলাদেশ দূতাবাস। এছাড়া কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। পরিস্থিতির পরিবর্তিত প্রেক্ষাপট পর্যবেক্ষণ ও যথাযথ বিশ্লেষণের মাধ্যমে দূতাবাস বাংলাদেশীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করবে। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে একক কোন সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দেয়া হয়েছে কাতার প্রবাসী বাংলাদেশীদের। কাতারে তিন লাখের বেশি বাংলাদেশী রয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই চাকরি ও ব্যবসা করেন। বিষয়টি আমলে নিয়ে দোহার বাংলাদেশ দূতাবাস থেকে নিজ দেশের নাগরিকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। এদিকে কাতার সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, সাত দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ায় তাদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে না। কারণ তারা স্বাভাবিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিদেশী শ্রমিকদের ওপর মোটা দাগে নির্ভরশীল কাতার। দেশটির ২৭ লাখ মানুষের মধ্যে প্রায় ৯০ শতাংশই বাইরের। এর মধ্যে রয়েছেÑ বাংলাদেশ, ভারত, নেপাল ও ফিলিপিন্সের নাগরিকই বেশি। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় প্রতিবেশী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিসর। পরে এসব দেশের সঙ্গে সুর মিলিয়ে লিবিয়া সরকারের একটি অংশ ও মালদ্বীপ একই অবস্থান নেয়। এই দুটি দেশও কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। এই ঘটনার প্রেক্ষিতে সৌদি আরব ও কাতার উভয় দেশের সঙ্গেই সমানতালে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চাইছে বাংলাদেশ। বিশেষ করে শ্রমবাজারের বিষয়টি প্রাধান্য দিয়ে দুই পক্ষের সঙ্গেই বাংলাদেশ সমানভাবে সম্পর্ক রাখার কৌশল নিয়েছে।
×