ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আকাশ রঞ্জনের ‘খালি কলসী বাজে বেশী’

প্রকাশিত: ০৪:৫৩, ৮ জুন ২০১৭

আকাশ রঞ্জনের ‘খালি কলসী বাজে বেশী’

স্টাফ রিপোর্টার ॥ আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন যারা নিজের ঢোল নিজেই পেটাতে বেশি পছন্দ করেন। তবে সেটা যদি সত্যি হয় তাহলে খারাপ কিছু নয়। খারাপ হয় তখনই যখন নিজে যা না তা নিয়ে মিথ্যা ঢোল পিটাতে থাকে কিংবা নিজে যতটুকু তার চেয়ে বেশি জাহির করেন। এই শ্রেনীর মানুষদের ভবিষ্যত কখনই ভাল হয় না। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ঈদের ৭ পর্বের বিশেষ নাটক ‘খালি কলসী বাজে বেশী’। নাটকটি রচনার পাশাপাশি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা আকাশ রঞ্জন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মীর সাব্বির, অহনা, হাসান মাসুদ, শফিক খান দিলু, ওয়ালিউল হক রুমী, শামীম, সায়কা আহমেদসহ আরও অনেকে। নাটকটি ঈদের অনুষ্ঠানমালায় প্রথম দিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত ৯-৪০ মিনিটে এশিয়ান টেলিভিশনে প্রচার হবে। এদিকে ঈদ-উল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের প্রথম দিন থেকে ৭ম দিন সন্ধ্যা ৬-১৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে তারকাবহুল নাটক ‘ব্রেক ফেল’। টিপু আলমের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আকাশ রঞ্জন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, মীর সাব্বির, রওনক হাসান, সাঈদ বাবু, হাসান মাসুদ, অহনা, সিদ্দিকুর রহমান, চিত্রলেখা গুহ, মম মোর্শেদ, আরফান আহমেদ, মাহামুদুল হাসান মিঠু, কচি খন্দকার, নাজিরা মৌ, তানিয়া বৃষ্টিসহ আরও অনেকে। সৃষ্টিশীল মানুষ তখনই একটা সুন্দর জিনিস সৃষ্টি করতে পারবে যখন সে সবার সহায়তার পাশাপাশি ভালবাসা পায়। আমরা সবাই ভাল কিছু চাই কিন্তু ভাল কিছু পাওয়ার লক্ষ্যে যে ভাল মনমানসিকতা, দায়িত্ববোধ থাকা দরকার সেটা দিন দিন আমাদের মাঝ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের মানসিকতার অবস্থা এখন ব্রেক ফেল গাড়ির মতো। এমনি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ব্রেক ফেল’। দুটি নাটক নিয়েই বেশ আশাবাদী নাট্যকাও পরিচালক আকাশ রঞ্জন। তিনি বলে ঈদের অনুষ্ঠানমালায় অনেক নাটকের ভীড়ে আমার নাটক দুটি দর্শকরা আলাদা মজা পাবেন। আশা করছি নাটক দুটির গল্প দর্শকদের ভাল লাগবে
×