ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বুশরা শাহরিয়ারের ‘উৎসবের বাংলাদেশ’

প্রকাশিত: ০৪:৫২, ৮ জুন ২০১৭

বুশরা শাহরিয়ারের ‘উৎসবের বাংলাদেশ’

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্বের যে কটি দেশ তাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসব নিয়ে গর্ব করে তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। প্রতিবছর লাখো পর্যটক আসেন বাংলাদেশের বিভিন্ন উৎসবে অংশ নিতে, উৎসবের রঙে নিজেকে রাঙিয়ে তুলতে। আর বাংলাদেশের এই সকল উৎসবকে গানের কথা ও সুরের মাধ্যমে তুলে ধরার উদ্যোগ নিয়েছেন তরুণ প্রজন্মের শিল্পী বুশরা শাহরিয়ার। ‘ভালবাসার বাংলাদেশ’ মিউজিক ভিডিওর সাফল্যের পর এবার দর্শকদের জন্য বুশরার চমক ‘উৎসবের বাংলাদেশ’। ওই মিউজিক ভিডিওটিতে দিকনির্দেশনা দিয়েছেন গুণী নির্মাতা নোমান রবিন। ক্যামেরায় ছিলেন নেপালের তরুণ ও গুণী সিনেমাটোগ্রাফার সারুন মানান্ধার। কোরিওগ্রাফিতে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ‘দ্য এঞ্জেলস’-এর প্রিন্স ও তার দল। রেড অরেঞ্জ এ্যান্ড মিডিয়া কমিউনিকেশনসের ব্যানারে, স্কয়ার ফুড এ্যান্ড বেভারেজের জনপ্রিয় ব্র্যান্ড ‘রুচি’ ও জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড ‘সিম্ফোনি’-র অর্থায়নে এই মিউজিক ভিডিওটি নির্মিত হচ্ছে। মিউজিক ভিডিওটি আসন্ন ঈদ-উল-ফিতরেই ইউটিউবসহ বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশনে মুক্তি পাবে। মিউজিক ভিডিওটি আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নির্মিত হচ্ছে। এই মিউজিক ভিডিওতে বাংলাদেশের প্রধান প্রধান ধর্মীয়, জাতীয় ও আঞ্চলিক উৎসবসমূহ তুলে ধরা হবে। যেমনÑ ঈদ, পূজা-পার্বণ, পহেলা বৈশাখ, ঘুড়ি উৎসব, আদিবাসী উৎসব প্রভৃতি। এবারের মিউজিক ভিডিওর অন্যতম আকর্ষণ ইউএনডিপির কর্মকর্তা দেয়ান ড্রব নিয়াক। এফডিসিতে পহেলা বৈশাখ, হোলি, সর্বজনীন বিবাহের বিশাল সেট ফেলে দুইদিন শূটিং করা হয়েছে। ইতোমধ্যে শূটিং হয়েছে সিলেটের (১০০ চা শ্রমিকসহ) চা-বাগানে, আদিবাসী জনগণকে নিয়ে বান্দরবানেও শূটিং হয়েছে। দর্শকরা ‘উৎসবের বাংলাদেশ’ গানটি জিপি মিউজিক এ্যাপ্লিকেশনের মাধ্যমে এক্সক্লুসিভলি শুনতে পারবেন।
×