ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইটভাঁটি আইন পরিবর্তনের দাবি পরিবেশবাদীদের

প্রকাশিত: ০৪:৪৫, ৮ জুন ২০১৭

ইটভাঁটি আইন পরিবর্তনের দাবি পরিবেশবাদীদের

স্টাফ রিপোর্টার ॥ ইটভাঁটির প্রসার কৃষিজমি হ্রাসের নতুন উপদ্রব বলে মন্তব্য করে বিদ্যমান ইটভাঁটি আইন পরিবর্তন করার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। তারা বলেন, ইটভাঁটির কারণে যাতে কৃষিজমি নষ্ট না হয় এই আইনে তার সুস্পষ্ট বিধান থাকতে হবে। আইন সংশোধনে সরকারকে সময় বেঁধে দেয়ারও মত দেন তারা। বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ইটের ভাটার প্রসার : বিপন্ন কৃষিজমি, বন, পাহাড় এবং মানুষের অধিকার’ শীর্ষক সেমিনারে পরিবেশবাদী ও দেশের বিভিন্ন এলাকার কৃষকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অন্ধ সেজে ২৮ বছর স্পেনের রাজধানী মাদ্রিদ শহরের বাসিন্দা কারমেন জিমেনেজ আটাশ বছর ধরে নিজেকে অন্ধ বলে দাবি করেন। তিনি চোখে এমনভাবে মেকআপ করেন যে সবাই সেটাকে আঘাতের চিহ্ন হিসেবেই ধরে নেয়। অন্ধ না হয়েও তিনি প্রকৃত অন্ধদের জন্য রাষ্ট্র যেসব সুবিধা দেয় সেগুলো ভোগ করেছেন। ফলে স্পেনের আইন অনুযায়ী তিনি সাজা ও জরিমানার সম্মুখীন হতে পারেন। -ইয়াহু নিউজ ভাগ্য পরিবর্তনে ... মোজাম্বিকে সম্প্রতি দুই টাক মাথাওয়ালা লোককে হত্যার পর তাদের অঙ্গ-প্রত্যঙ্গগুলো তাঞ্জানিয়া ও মালাউইর বৈদ্যদের কাছে পাঠানো হয় যাতে এগুলো তাদের গ্রাহকদের ভাগ্য পরিবর্তনের জন্য ব্যবহার করা যায়। স্থানীয়দের বিশ্বাস টাক মাথার লোকজন ধনী হয়। -ইয়াহু নিউজ
×