ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুহাম্মদ শরীফ

বৈষম্য দূর হোক

প্রকাশিত: ০৪:৪২, ৮ জুন ২০১৭

বৈষম্য দূর হোক

আমাদের দেশের অর্থনীতির প্রধান দুই চাকা রেমিটেন্স ও পোশাক রফতানি। আর এই দুই চাকাকে টিকিয়ে রাখতে সমান তালে পাল্লা দিয়ে যাচ্ছেন এদেশের নারীরা। সন্দেহ নেই, নারীরা যদি সেই পাল্লা ছেড়ে দেন দেশ হয়ে পড়বে অচল। কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সংগ্রামী নারীরা হচ্ছেন বৈষম্যের শিকার। এ বৈষম্য সর্বক্ষেত্রে। সম্মান, বেতন, সুযোগ-সুবিধা, এমন কি নারীদের কর্মের স্বীকৃতি দেয়ার ক্ষেত্রেও আমরা কৃপণতা করি। নারীরা কর্মক্ষেত্রে হন নির্যাতনের শিকার। তা মানসিক থেকে শারীরিক পর্যন্ত। একে তো ঘর থেকে বাহিরে গিয়ে কাজের স্বীকৃতি মেলে না, তারপর কর্মক্ষেত্রে মেলে চরম অবহেলা। দেশের অভ্যন্তরের প্রধান অর্থনীতির আয়ের খাত গার্মেন্টস। কয়েকদিন আগে একজন গার্মেন্টস কর্মীকে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। ন্যায় বিচার পাবে কিনা আমরা বলতে পারি না। গার্মেন্টস খাতে কত নারী এ রকম নির্যাতনের শিকার হচ্ছেন কেউ খবর রাখছি না। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা প্রদানের মতো প্রয়োগযোগ্য আইন এখনও দৃষ্টিগোচর নয়। সবচেয়ে বড় কথা হলো, সামাজিকভাবেও সেই দৃষ্টিভঙ্গিটা এখনও তৈরি হয়নি। নারীর প্রতি নেতিবাচক ধারণা তৈরির জন্য রাষ্ট্রে আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন। দায়িত্বটা সরকারকেই নিতে হবে। সুখের কথা হলো, আমাদের দেশের নেতৃত্বে সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন, তারা নারী। তাই নারীর প্রতি বৈষম্য রোধে তারা কাজ করবেন বলে আশা রাখা যায়। লিঙ্গ নয়, কাজের মূল্য হিসেবেই পারিশ্রমিক নির্ধারণ করা হোক। স্বীকৃত হোক সমাজে ও রাষ্ট্রে নারীর কর্মের মর্যাদা। শুধু অর্থনৈতিক নয়, নারীর প্রতি সকল বৈষম্যের অবসান হোক। ভিক্টোরিয়া সরকারী কলেজ, কুমিল্লা থেকে
×