ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে বাদল রায়

প্রকাশিত: ০৪:৩৫, ৮ জুন ২০১৭

প্রধানমন্ত্রীর নির্দেশে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে বাদল রায়

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার বাদল রায়কে উন্নত চিকিৎসার জন্য বুধবার এয়ার এ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেয়া হয়েছে। সোমবার দিবাগত রাত তিনটায় তিনি অসুস্থবোধ করলে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, বাদল রায়ের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। শরীরের বাঁ দিকটা কিছুটা অবশ হয়ে আছে। মঙ্গলবার দুপুরে বাদল রায়ের এমআরআই করা হয়। কিন্তু এমআরআই রিপোর্ট ভাল না আসায় তার স্বজন ও শুভানুধ্যায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। গুরুতর অসুস্থ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোষাধ্যক্ষ, বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি সাবেক এ কৃতী ফুটবলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মঙ্গলবার রাতেই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত হয়। বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে তাকে সিঙ্গাপুর নেয়ার ব্যবস্থা করেন। এদিকে বুধবার সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাদল রায়কে দেখতে হাসপাতালে যান। বাদল রায়ের আকস্মিক অবস্থা থেকে দ্রুত মুক্তিলাভে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং ক্লাবটির অগুণিত সমর্থকসহ সবাই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। মহিলা হকির প্রশিক্ষণ উদ্বোধন স্পোর্টস রিপোর্টার ॥ সারাদেশ থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে মহিলা হকির আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প বুধবার সকাল থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করেন ক্রীড়া পরিদফতরের পরিচালক আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার, জাতীয় পুরস্কারপ্রাপ্ত হকি ব্যক্তিত্ব প্রতাপ শংকর হাজরা। বিভিন্ন জেলা থেকে বাছাইকৃত ৪৫ খেলোয়াড় নিয়ে এই প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। ১০ দিনব্যাপী মহিলা হকির প্রশিক্ষণে উপদেষ্টা কোচের দায়িত্ব পালন করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক হকি খেলোয়াড় হোসেন ইমাম চৌধুরী শান্টা, সহকারী হিসেবে থাকবেন আজিজ উল্লাহ হায়দার, হেদায়েতুল ইসলাম রাজীব। সার্বিক তত্ত্বাবধানে করছেন ক্রীড়া পরিদফতরের সহকারী পরিচালক সাবেক হকি খেলোয়াড় মোঃ তারিকউজ্জামান। আশির দশকের পর এই প্রথম মহিলা হকির কোন আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। ওই সময়ের বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রা এদিন প্রশিক্ষণ ক্যাম্পে উপস্থিত ছিলেন।
×