ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আবারও কোচ হতে কুম্বলের আবেদন

প্রকাশিত: ০৪:৩৫, ৮ জুন ২০১৭

আবারও কোচ হতে কুম্বলের আবেদন

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ভারত জাতীয় ক্রিকেট দলের কোচ হতে আবেদন করেছেন বর্তমানে দায়িত্বে থাকা অনিল কুম্বলে। যদিও নিয়ম অনুযায়ী তারজন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করার বাধ্যবাধকতা ছিল না। কোচের আবেদন চেয়ে বিজ্ঞাপন দেয়ার সময় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়ে দিয়েছিল, বর্তমান কোচ অনিল কুম্বলেই অটোমেটিক আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। তার আবেদন করার প্রয়োজন নেই। তবুও আনুষ্ঠানিক আবেদন করলেন সাবেক এই তারকা লেগস্পিনার। বিশ্বের অন্যতম প্রভাবশালী দলটির কোচ হওয়ার জন্য ৬ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে, সেই ছয়জনের মধ্যে রয়েছে কুম্বলের নামও। বাকি পাঁচজন হচ্ছেন- বিরেন্দর শেবাগ, টম মুডি, রিচার্ড পাইবাস, লালচাঁদ রাজপুত এবং ডোব্বা গনেষ। এই ছয়জনের সাক্ষাতকার নেবেন বিসিসিআই তিন সদস্যের ক্রিকেট এ্যাডভাইজরি কমিটি। এই কমিটিতে আছেন তিন গ্রেট শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী এবং ভিভিএস লক্ষ্মণ। অস্ট্রেলিয়ার সাবেক পেসার ক্রেইগ ম্যাকডারমটও কোচ হওয়ার জন্য আবেদন পাঠিয়েছিলেন। তবে তার আবেদন এসে পৌঁছে ৩১ মে নির্ধারিত সময়ের পর। তবে তাকে এখনও বাদ দেয়া হয়নি সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্তি করা থেকে। তিন সদস্যের এ্যাডভাইজরি কমিটি তার আবেদন পর্যালোচনা করে দেখবেন। তারা যদি মনে করেন, তাহলে ম্যাকডারমটকেও তালিকায় অন্তর্ভুক্ত করে নিতে পারবেন। ক্রিকেট এ্যাডভাইজরি কমিটিতে থাকা তিন সদস্য শচীন, সৌরভ এবং লক্ষ্মণ এই সপ্তাহেই বৈঠকে বসবেন। এই বৈঠকের উদ্দেশে সাক্ষাতকারের প্রসেস এবং এর সময়সূচী ঠিক করা।
×