ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হঠাৎ অবসরে তুরান

প্রকাশিত: ০৪:৩৪, ৮ জুন ২০১৭

হঠাৎ অবসরে তুরান

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ফুটবল থেকে হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছেন তুরস্কের অধিনায়ক আরদা তুরান। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জাতীয় দলের জার্সিতে আর না খেলার সিদ্ধান্ত নেন ৩০ বছর বয়সী এ্যাটাকিং মিডফিল্ডার। আর এই ঘোষণার ঘণ্টাখানেক আগেই এক সাংবাদিককে মৌখিক এবং শারীরিকভাবে আঘাত করার কারণে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প থেকে তুরানকে বের করে দিয়েছিলেন কোচ ফেইথ তেরিম। তুরস্কের হয়ে ৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন আর্দা তুরান। সেøাভেনিয়ায় এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ৩০ বছর বয়সী বার্সিলোনার এই মিডফিল্ডার বলেন, ‘আমি মনে করি অবসরের এখনই সঠিক সময়। জাতীয় দল থেকে এখানেই ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’ আগামী রবিবার সেøাভেনিয়ায় কসোভোর বিপক্ষে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নিবে তুরস্ক। সেখানেই অনুশীলন ক্যাম্পে জাতীয় দলের সাথে ছিলেন তুরান। এর আগেরদিন সোমবার মেসিডোনিয়ার বিপক্ষে প্রীতিম্যাচেও অংশ নেন তিনি। যে ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে। আর সেই ম্যাচের পরপরই দেশের অভিজ্ঞ ক্রীড়া সাংবাদিক বিলার মেসের সাথে বিত-ায় জড়িয়ে পড়েন তুরান। তাও আবার ২০১৬ সালে ইউরো টুর্নামেন্টের সময় প্রকাশিত একটি নিবন্ধকে নিয়ে। যেখানে তুরানকে নিয়ে লেখেন মেসে। মূলত সেই আর্টিকেলকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। খেলোয়াড়দের বোনাস বিষয়ে ঐ সময়ে মেসে তার লেখায় তুরানের সমালোচনা করেছিলেন। এরপর থেকেই মেসের সাথে সম্পর্কটা ভাল যাচ্ছিল না তুরানের। প্রতক্ষদর্শীদের মতে অনুশীলনের সময় তুরান মেসেকে দেখে দারুণ ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তুরান বলেন, ‘আমি সত্যিকার অর্থেই দেশকে ভালবাসি। আমি আমার পতাকাকে ভালবাসি। এটা আমি সবসময়ই বলেছি। ১৯৭৩ সাল থেকে মেসে ক্রীড়া সাংবাদিকতার সাথে জড়িত। তুরস্কে ফিরে গিয়ে তুরানের বিপক্ষে তিনি আইনী লড়াইয়ের কথা জানিয়েছেন বলে নিশ্চিত করেছে তার পত্রিকা মিলিয়েত। এক বিবৃবিতে দেশটির স্পোর্টস জার্নালিস্ট এ্যাসোসিয়েশনও তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে বাতাসে গুঞ্জন ভেসে ভেড়াচ্ছে যে, স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনা ছেড়ে নতুন করে ঠিকানা গড়ছেন আরদা তুরান। তাকে পেতে মরিয়া হয়ে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব আর্সেনাল। ২০১৫ সালে ২৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে এ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ন্যুক্যাম্পে যোগ দেন তুরান। কিন্তু গত মৌসুমে লা লিগায় মাত্র ১৪ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। এরপর থেকেই তার ন্যুক্যাম্পে থাকা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বার্সিলোনার নতুন কোচ আর্নেস্তো ভালভার্দের পরিকল্পনাতেও নেই তুরান। তাই তাকে পেতে আগ্রহী হয়ে উঠেছে আর্সেন ওয়েঙ্গারের দল। তবে তুরানের প্রতিনিধি আহমেত বুলুট অবশ্য এই গুঞ্জনকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, ‘আরদা কোথাও যাচ্ছেন না। বার্সিলোনার ডিরেক্টররা তার পারফর্মেন্সে সন্তুষ্ট। তার ট্রান্সফারের বিষয়ে আমরা কোন ক্লাবের সঙ্গেই কোন ধরনের কথা বলিনি। সে ২০২০ সাল পর্যন্ত বার্সিলোনাতেই থাকবে।’
×