ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এলেইনকে হারিয়ে দিলেন বাউয়ি

প্রকাশিত: ০৪:৩৩, ৮ জুন ২০১৭

এলেইনকে হারিয়ে দিলেন বাউয়ি

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে টানা জয়ের ধারায় ছেদ পড়ল। অপ্রতিরোধ্য গতি সম্রাজ্ঞী এলেইন টমসন একের পর এক জিতে যাচ্ছিলেন। এবার তাকে পরাজয়ের স্বাদ দিলেন তারই চরম প্রতিপক্ষ টোরি বাউয়ি। ২০০ মিটার প্রি ক্ল্যাসিকে অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যামাইকান এ তারকাকে হারিয়েছেন তিনি। এর মাধ্যমে আগামী বিশ্বচ্যাম্পিয়নশিপস আসরের আগে প্রতিপক্ষদের বড় ধরনের এক বার্তা দিয়েছেন তিনি। আর অপরদিকে এ্যালিসন ফেলিক্স ও জাস্টিন গ্যাটলিনরা আরও বাজে নৈপুণ্য দেখিয়েছেন। তারা পঞ্চম স্থান নিয়ে শেষ করেছেন। গত অলিম্পিকে বাউয়ি পেরে ওঠেননি এলেইনের সঙ্গে। হেরে গিয়েছিলেন ১০০ ও ২০০ মিটারে। ১০০ মিটার স্প্রিন্টে রৌপ্য এবং ২০০ মিটারে ব্রোঞ্জ জেতেন। উভয় ইভেন্টে জ্যামাইকান তরুণী এলেইন সেরা হন। কিন্তু এবার প্রি ক্ল্যাসিকে জিতে গেলেন ২১.৭৭ সেকেন্ড টাইমিংয়ে। নিজের সেরা টাইমিংয়ের চেয়ে এদিন নিয়েছেন ০.২২ সেকেন্ড সময় কম নিয়ে। আর সে কারণেই পেছনে পড়ে গেছেন এলেইন। রেস শেষ করার পর হাঁসফাঁস করছিলেন বাউয়ি, জোরে জোরে নিঃশ্বাস ফেলে তিনি বলেন, ‘কোচ আমার কাছে একটি বিষয় পরিষ্কার করেছেন যে আমরা জাতীয় প্রতিযোগিতার জন্য অনুশীলন করছি। সে কারণে কোন চাপই নেই আসলে।’ উল্লেখ্য, আগামী ২৩ থেকে ২৫ জুন ইউএস জাতীয় চ্যাম্পিয়নশিপস অনুষ্ঠিত হবে। আগস্টে অনুষ্ঠিতব্য বিশ্বচ্যাম্পিয়নশিপসের বাছাইও এর মাধ্যমেই করা হবে।
×