ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডাচদের বিশ্বকাপ স্বপ্ন দেখাচ্ছেন এ্যাডভোকাট

প্রকাশিত: ০৪:৩৩, ৮ জুন ২০১৭

ডাচদের বিশ্বকাপ স্বপ্ন দেখাচ্ছেন এ্যাডভোকাট

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপ ফুটবলের অন্যতম সেরা দল হল্যান্ড। এই দলটির নান্দনিক ফুটবল সবাইকে মোহিত করে। সর্বশেষ দুই বিশ্বকাপে শেষ চারেও খেলেছে। এরমধ্যে ২০১০ সালে ফাইনাল। কিন্তু ২০১৮ বিশ্বকাপ ডাচরা খেলতে পারবে কিনা সেটা নিয়ে ঘোরতর সংশয় আছে। ইউরোপের বাছাইপর্বে হল্যান্ড খেলছে ‘এ’ গ্রুপে। প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি পেয়ে যাবে বিশ্বকাপের টিকেট। আর দ্বিতীয় স্থানে থাকা দলগুলোকে আবার নামতে হবে পরবর্তী রাউন্ডের লড়াইয়ে। সেই জায়গায় পাঁচ ম্যাচ শেষে হল্যান্ড আছে চতুর্থ স্থানে। গত মার্চে বুলগেরিয়ার মাঠে হারের পর এটিকে ভৌতিক অভিজ্ঞতা বলছেন ডাচ অধিনায়ক আরিয়েন রোবেন। এখন যে অবস্থা তাতে বিশ্বকাপে জায়গা করে নেয়াটাই বড় চ্যালেঞ্জ কমলা জার্সিধারীদের। এ লক্ষ্যে নতুন কোচও নিয়োগ দিয়েছে দেশটি। মঙ্গলবার হল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে তৃতীয় মেয়াদে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন ডিক এ্যাডভোকাট। আর জাতীয় দলে যোগ দিয়েই তার সামনে নতুন চ্যালেঞ্জ হিসেবে উপস্থিত হয়েছে আগামী বছর রাশিয়া বিশ্বকাপের টিকেট নিশ্চিত করা। আর এটি করতে আশার কথা শুনিয়েছেন নয়া কোচ। ৬৯ বছর বয়সী এ্যাডভোকাটকে বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে। তার সহকারী হিসেবে আছেন ডাচ লিজেন্ড রুড গুলিত। রাশিয়া বিশ্বকাপে মূল পর্বের টিকেট নিশ্চিত করাই এখন ডাচদের মূল লক্ষ্য। দায়িত্ব নেয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে এ্যাডভোকাট বলেন, আমরা এখন ভিন্ন এক পরিস্থিতিতে আছি। কিন্তু এখানেও সবই সম্ভব। সাম্প্রতিক সময়ে তিনবারের বিশ্বকাপ রানার্সআপ হল্যান্ড কঠিন সময় পার করছে। ফ্রান্সে ২০১৬ ইউরোতে খেলতে পারেনি, এখন বিশ্বকাপের মূলপর্ব থেকে বিদায়ের দ্বারপ্রান্তে। শুক্রবার রটারডামে তারা পরবর্তী বাছাইপর্বের ম্যাচে লুক্সেমবার্গকে আতিথেয়তা দিবে। ম্যাচটি সামনে রেখে এ্যাডভোকাট বলেন, আশা করছি খেলোয়াড়রা এই ম্যাচের গুরুত্ব বুঝতে পারছে। আমি বিশ্বাস করি আমরা পারব। নাহলে আমার পক্ষে এই পদ ধরে রাখা সম্ভব নয়। এই ম্যাচ ছাড়াও আগামী ৩১ আগস্ট ফ্রান্স ও ৩ সেপ্টেম্বরে বুলগেরিয়ার বিরুদ্ধে বাছাইপর্বের পরবর্তী ম্যাচগুলোর গুরুত্ব নিয়েই এ্যাডভোকাট কথা বলেছেন। গত রবিবার আইভরি কোস্টের বিরুদ্ধে প্রীতিম্যাচে ডাচরা ৫-০ গোলের জয় তুলে নিয়েছে। এছাড়া ৩১ মে মরক্কোর বিরুদ্ধে ২-১ গোলের জয় পেয়েছে। এ সবই দলের পারফর্মেন্সের উন্নতির প্রমাণ দিয়েছে বলেই এ্যাডভোকাট বিশ্বাস করেন। এর আগে ১৯৯২-১৯৯৪ ও ২০০২-২০০৪ সাল পর্যন্ত ডাচদের দায়িত্বে ছিলেন এ্যাডভোকাট। বুলগেরিয়ার বিরুদ্ধে গত মার্চে ২-০ গোলে হারের পরপরই ড্যানি ব্লিন্ডকে বরখাস্ত করা হয়। বাছাইপর্বে ওই ম্যাচটিতে হেরে ডাচদের সামনে বিশ্বকাপের মূলপর্বে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। বাছাইপর্বে এখন হাতে আছে আর মাত্র পাঁচটি ম্যাচ। শুধু গ্রুপ বিজয়ী দলটি সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। রানার্সআপ দলকে দুই ধাপের প্লে-অফ ম্যাচ খেলতে হবে। এর আগে তুরস্কের ক্লাব ফেনারব্যাচের দায়িত্বে ছিলেন এ্যাডভোকাট। ব্লিন্ডের পরিবর্তে অস্থায়ীভাবে ডাচদের দায়িত্বে ছিলেন ফ্রেড গ্রিম। এ্যাডভোকাটের কোচিং স্টাফ দলে গ্রিমও আছেন। দায়িত্ববান কোচ হিসেবে পরিচিত এ্যাডভোকাট এর আগে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও রাশিয়া ছাড়াও সংক্ষিপ্ত সময়ের জন্য সার্বিয়া ও বেলজিয়ামের কোচের দায়িত্ব পালন করেছেন। হল্যান্ড শেষবারের মতো বিশ্বকাপে অংশ নিতে পারেনি ২০০২ সালে। ১৯৮২ ও ১৯৮৬ সালেও ফুটবলের সবচেয়ে বড় আসরের বাইরে ছিল ডাচরা। এবারও সেই একই পরিণতি এড়াতে চাইলে বাছাইপর্বের বাকি পাঁচটি ম্যাচের প্রায় প্রতিটিতেই জিততে হবে তাদের।
×