ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ০৪:২৫, ৮ জুন ২০১৭

নীলফামারীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না ষষ্ঠ শ্রেণীর ছাত্র রফিকুল ইসলামের (১২)। নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাটে বুধবার সকাল ৯টার দিকে ইটবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে সে নিহত হয়। নিহত রফিকুল ইসলাম জেলা সদরের সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি শিমুলতলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে ও এলাকার কাজী আব্দুর রশিদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এলাকাবাসী ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে। এ সময় উত্তেজিত জনতা ওই সড়কটি দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভালুকায় অজ্ঞাত ব্যক্তি নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বুধবার সকালে ভালুকা কলেজপাড়া এলাকায় ট্রাক খাদে পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানায়, ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক খাদে পড়ে গেলে অজ্ঞাত এক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
×