ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিরাপত্তা বাহিনীর ওপর ইউপিডিএফের হামলা ॥ ৩০ গাড়িতে আগুন

প্রকাশিত: ০৪:২৪, ৮ জুন ২০১৭

নিরাপত্তা বাহিনীর ওপর ইউপিডিএফের হামলা ॥ ৩০ গাড়িতে আগুন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ ইউপিডিএফের হামলায় নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য আহত ও ৮ জনকে আটকের জেরে জেলার বিভিন্ন সড়কে যানবাহনে আগুন ভাংচুরের ঘটনা ঘটেছে। নিরাপত্তার দাবিতে জেলার সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। বিক্ষুদ্ধ শ্রমিকদের মিছিলে পুলিশের হামলায় ১০ শ্রমিক আহত হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ির স্বনির্ভর এলাকায় ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন সদস্যদের হামলা আইনশৃঙ্খলা বাহিনীর ৬ সদস্য আহত হয়। এ ঘটনায় ১৯ জনকে আটক করা হলে পরে ৮ জনকে রেখে বাকিদের ছেড়ে দেয়া হয়। ঘটনার পরপরই জেলার বিভিন্ন সড়কে যানবাহনে আগুন, ভাংচুর ও শ্রমিকদের মারধরের ঘটনা ঘটে। নিরাপত্তার দাবিতে পরিবহন শ্রমিকরা বিকেল সাড়ে ৩টার দিকে সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তবে এনিয়ে পাল্টা-পাল্টি অভিযোগ পাওয়া গেছে। এ সময় শ্রমিকদের বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ১০ শ্রমিক আহত হয় বলে দাবি করেছে পৌর কাউন্সিলর এস এম মাসুম রানা। খাগড়াছড়ি সিএনজিচালক সমিতির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জানান, দুপুর থেকে জেলার বিভিন্ন সড়কে ইউপিডিএফ কর্মীরা অন্তত ২৫-৩০টি গাড়ি অগ্নিসংযোগ, ভাংচুর ও চালকদের মারধর করে।
×