ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আত্রাইয়ে যৌতুকলোভী স্বামীর নির্যাতনে স্বপ্নার স্বপ্নভঙ্গ

প্রকাশিত: ০৪:২৪, ৮ জুন ২০১৭

আত্রাইয়ে যৌতুকলোভী স্বামীর নির্যাতনে স্বপ্নার স্বপ্নভঙ্গ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৭ জুন ॥ আত্রাইয়ে স্বামীর নির্যাতনের শিকার হয়ে দুটি সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সুমি। গৃহবধূ ওই স্বামীর বিরুদ্ধে আত্রাই থানায় মামলা করায় তাকে অব্যাহত হুমকি দিচ্ছে স্বামীপক্ষের লোকজন। হুমকি-ধামকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে নৈদিঘী গ্রামে। আত্রাই থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈঠাখালী গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে স্বপ্না সুলতানা সুমির বিয়ে হয় একই উপজেলার নৈদিঘী গ্রামের আজিমুদ্দীনের ছেলে সাইফুল ইসলামের সঙ্গে। বিয়ের পর তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান জন্ম লাভ করে। সম্প্রতি সাইফুল যৌতুকের জন্য স্বপ্না সুলতানা সুমির ওপর নির্যাতন চালাতে থাকে। বিষয়টি জানতে পেরে সুমির বাবা তিন লাখ টাকা যৌতুক পরিশোধ করলেও সে আরও যৌতুকের জন্য স্ত্রী সুমির ওপর নির্যাতন চালায়। এ ব্যাপারে সুমি বাদী হয়ে সাইফুলসহ চারজনকে আসামি করে আত্রাই থানায় মামলা দায়ের করলে তা তুলে নেয়ার জন্য তাকে হুমকি দেয়া হচ্ছে। এ ব্যাপারে সুমি আত্রাই থানায় জিডিও করেছেন। আত্রাই থানার অফিসার ইনচার্জ বদরুদ্দোজা বলেন, মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে। এক আসামিও গ্রেফতার হয়েছে। অন্যরা জামিনে রয়েছে।
×