ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে খালের অবৈধ বাঁধ অপসারণে অভিযান

প্রকাশিত: ০৪:২২, ৮ জুন ২০১৭

বাগেরহাটে খালের অবৈধ বাঁধ অপসারণে অভিযান

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ খানপুর ইউনিয়নের রনজিৎপুর ও হাকিমপুর গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত দুটি খালের অবৈধ বাঁধ বুধবার কেটে দেয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আটকে মাছ চাষ করছিল স্থানীয় একটি প্রভাবশালী মহল। তারা অবৈধভাবে খালের বিভিন্ন স্থানে বাঁধ দেয়। ফলে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে সরকারী খাল দুটি শুকিয়ে যাচ্ছিল। বর্ষার সময়ে সৃষ্টি হতো জলাবদ্ধতা। বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে রনজিৎপুর গ্রামের কুরিখালী ও হাকিমপুর গ্রামের কাটাখালী খাল দখলমুক্ত করতে অবৈধ বাঁধ উচ্ছেদ শুরু করে প্রশাসন। খাল দুটিতে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজের নেতৃত্বে অন্তত ১০টি স্থানের অবৈধ বাঁধ এদিন অপসারণ করা হয়। ইউএনও বলেন, ‘কিছু মানুষের ব্যক্তি স্বার্থের কারণে খাল দুটি মরতে বসেছিল। আমরা খাল দুটির পানির প্রবাহ স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে এর ওপর দেয়া সব অবৈধ বাঁধ অপসারণ শুরু করেছি। সবগুলো বাঁধ অপসারণ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।’
×