ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাড়ায় যাত্রী বহন ॥ দুর্ঘটনার শিকার এ্যাম্বুলেন্স

প্রকাশিত: ০৪:২২, ৮ জুন ২০১৭

ভাড়ায় যাত্রী বহন ॥ দুর্ঘটনার শিকার এ্যাম্বুলেন্স

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৭ জুন ॥ টাকার লোভে যাত্রী পরিবহন করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে বাউফল হাসপাতালের এ্যাম্বুলেন্স। ৪-৫ মাস আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ৩২ লাখ টাকা মূল্যের এ এ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে বাউফল হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্সে রোগী নিয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান ড্রাইবার ইসাহাক গাজী। নিয়মানুযায়ী তিনি রোগী নামিয়ে দিয়ে আবার হাসপাতালে ফিরে আসবেন। কিন্তু তা না করে ওই ড্রাইবার বরিশাল থেকে ভাড়ায় কয়েক যাত্রী নিয়ে বাউফলের নওমালা বাজারে আসেন। ওই সময় তার সঙ্গে বাউফল হাসপাতালের সামনে অবস্থিত একটি ক্লিনিকের এ্যাম্বুলেন্স ড্রাইবার চুন্ন ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে এ্যাম্বুলেন্সটি যাত্রীদের নওমালা বাজারে নামিয়ে দিয়ে ভিডিসি বাজার রাস্তা দিয়ে বাউফলে আসার পথে ব্রিজের দক্ষিণ পাশের ঢালে দুর্ঘটনার শিকার হন। এ্যাম্বুলেন্সটি রাস্তার পশ্চিম পাশে খাদে পরে যায়। দুর্ঘটনায় এ্যাম্বুলেন্সটির পিছনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। ভেতরে ক্ষতিগ্রস্ত হয়েছে।
×