ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশ কর্মকর্তা নাহিদের প্রত্যাহার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২০, ৮ জুন ২০১৭

পুলিশ কর্মকর্তা নাহিদের প্রত্যাহার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি পশ্চিম) একেএম নাহিদুল ইসলামকে আগামী সাতদিনের মধ্যে প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বঙ্গবন্ধু কলেজের সামনে এ কর্মসূচী পালন করেন কলেজের শিক্ষকরা। মানববন্ধনে কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজকুমার সরকারও অংশ নেন। তিনি বলেন, যারা আইন করে তারাই আবার আইন ভঙ্গ করে। তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তার হাতে শিক্ষক লাঞ্ছিত হলে মানুষ কার কাছে যাবে। তিনি পুলিশ কর্মকর্তা নাহিদুলের কঠোর সমালোচনাও করেন। কর্মসূচী থেকে পুলিশ কর্মকর্তার নাহিদুলকে সাতদিনের মধ্যে প্রত্যাহার ও শাস্তির দাবি জানান। আগামী সাতদিনের মধ্যে পুলিশ কর্মকর্তা নাহিদকে প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। বঙ্গবন্ধু কলেজ শিক্ষক সমিতির সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বের অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান।
×