ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কর্মচঞ্চল পাদুকাপল্লী ॥ বদলে গেছে কালুহাটির দৃশ্যপট

প্রকাশিত: ০৪:১৯, ৮ জুন ২০১৭

কর্মচঞ্চল পাদুকাপল্লী ॥ বদলে গেছে কালুহাটির দৃশ্যপট

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ ঈদকে সামনে রেখে কর্মচঞ্চল চারঘাট উপজেলার কালহাটি গ্রামের পাদুকাপল্লীতে চরম ব্যস্ত সবাই। ছোট ছোট টিনের ঘরে কারিগরদের নিরলস পরিশ্রম। কোনদিকে তাকানোর সময় নেই। সামনেই ঈদ। হাতে অর্ডার অনুযায়ী সরবরাহের জন্য মালামাল তৈরির প্রতিযোগিতা। তাই সবাই ব্যস্ত নিজেদের কাজে। চারঘাটের পাদুকাপল্লী হিসেবে খ্যাত কালুহাটি গ্রামের দৃশ্য এখন এমনই। চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের একটি গ্রাম কালুহাটি। উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত এ গ্রামের মানুষের জীবনযাত্রা এখন বদলে গেছে পাদুকা শিল্পের সঙ্গে। শান্ত ও অপেক্ষাকৃত ছায়াঢাকা এ গ্রামের বাড়িতে বাড়িতে এখন জুতা-স্যান্ডেলের কারখানা। কুটির শিল্পের আদলে গড়ে উঠেছে এইসব কারখানা। এই কারখানার সুবাদেই কয়েক বছরের মধ্যে বদলে গেছে অভাবী এ গ্রামের চেহারা। এখন এই গ্রামে বলতে গেলে তেমন আর বেকার নেই কেউ। গড়ে উঠেছে প্রায় অর্ধশত কারখানা। এখানে কাজ করছেন পরিবারের সবাই। স্কুল কলেজের শিক্ষার্থীরাও পড়াশোনার ফাঁকে ফাঁকে এই কারখানায় কাজ করে তাদের হাত খরচের টাকা উপার্জন করছে। পরিবারের মেয়েরা কারখানা থেকে ফরমায়েশ নিয়ে নিজেদের বাড়িতে বসেই সেন্ডেল তৈরির কাজ করছেন। শুধু তাই নয়, গ্রামের এই স্যান্ডেলের কারখানাকে কেন্দ্র করে মোড়ক তৈরি করেও অনেক পরিবার জীবিকা নির্বাহ করছেন।
×