ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টিয়াখালী নদীতে সেতু ॥ ভোগান্তির অবসান

প্রকাশিত: ০৪:১৮, ৮ জুন ২০১৭

টিয়াখালী নদীতে সেতু ॥ ভোগান্তির অবসান

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৭ জুন ॥ অবশেষে দীর্ঘ প্রত্যাশিত লোন্দা সেতুর কাজ সম্পন্ন হয়েছে। সূচিত হলো চম্পাপুর ও ধানখালী ইউনিয়নের সঙ্গে কলাপাড়ার যোগাযোগে এক নতুন দিগন্ত। এখন আর মানুষকে হাটু কাদা পেরিয়ে আসতে হয় না উপজেলা সদরে। দুর্ভোগ লাঘব হয়েছে স্কুল-কলেজ-মাদ্রাসাগামী শিক্ষার্থী ও শিক্ষকদের। সীমাহীন ভোগান্তির পরও এই নদী পার হতে সময় লাগত ঘণ্টার পর ঘণ্টা। টিয়াখালী নদীতে ১৭৫ মিটার দীর্ঘ, সাত দশমিক ৩২ মিটার (ফুটপাথসহ) প্রস্থ সেতুটি ইতোমধ্যে জনগণের চলাচলে উন্মুক্ত করে দেয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর সেতুটির নির্মাণ কাজ করেছে। রয়েছে ৪৬৬ মিটার সংযোগ সড়ক। ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের ৬০ হাজার মানুষ এখন স্বাচ্ছন্দ্যেই চলাচল করছে সেতু পার হয়ে। এলজিইডি সূত্রে জানা গেছে, পটুয়াখালী ও বরগুনা জেলা (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় ২০১২-১৩ অর্থবছরে গৃহীত ১৭৫ মিটার দীর্ঘ এ সেতুর দুই পাড়ে ৪৬৬ মিটার সংযোগ সড়ক রয়েছে। পাঁচটি স্প্যানের ওপর নির্মিত সেতুর প্রাক্কলিত ব্যয় বরাদ্দ ছিল ১৮ কোটি ৪৫ লাখ টাকা। শুধু সেতুর জন্য প্রাক্কলিত মূল্য ১৩ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার ৭১০ টাকা। ধানখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ গাজী জানান, সেতুটির কাজ শেষ হওয়ায় মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের দুর্ভোগ লাঘব হয়েছে।
×