ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেড়ায় ডাকাত সন্দেহে দুই পুলিশসহ ৪ জনকে গণধোলাই

প্রকাশিত: ০৪:১৮, ৮ জুন ২০১৭

বেড়ায় ডাকাত সন্দেহে দুই পুলিশসহ ৪ জনকে গণধোলাই

সংবাদদাতা, বেড়া, পাবনা, ৭ জুন ॥ পাবনার বেড়া উপজেলার নাকালিয়া বাজারে ডাকাত সন্দেহে গজারিয়া থানার দুই পুলিশ সদস্যসহ ৪ জনকে গণধোলাই দিয়ে আটক করে রাখে জনতা। পরে বেড়া থানা পুলিশ তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় বেড়া হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে একটি ট্রলার যোগে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার দুই পুলিশ সদস্য এক ডাকাতি মামলার দুইজন আসামি গ্রেফতার করে শাহজাদপুর থেকে ডাকাতি মামলার আলামত ট্রলার নিয়ে নিজ থানায় রওনা হয়। রাত আড়াইটার দিকে তারা বেড়া উপজেলার নাকালিয়া এলাকায় যায়। সেহরির সময় হওয়াতে তারা ট্রলার ঘাটে ভিড়িয়ে বাজারের মধ্যে যায়। এ সময় ওই বাজারের নাইটগার্ড আব্দুল লতিফ তাদের দেখে ডাকাত সন্দেহ করলে তাদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে লতিফ মাইক দিয়ে ডাকাত ডাকাত চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে চারদিক থেকে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশের পোশাক পরিহিতি অবস্থায় এসআই লাল মিয়া ও কনস্টেবল চুন্নু মিয়াসহ তাদের সঙ্গে থাকা খোরশেদ ও ট্রলারের মাঝি নরেশকে গণধোলাই দিয়ে আটকে রাখে। এ সুযোগে অপর আসামি আব্দুল হক ও আরেক মাঝি দুলাল নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে বেড়া থানা পুলিশ আহতদের উদ্ধার করে রাতেই বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
×