ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঈদে লঞ্চে অতিরিক্ত যাত্রী না তোলার আহ্বান নৌমন্ত্রীর

প্রকাশিত: ০৪:১৮, ৮ জুন ২০১৭

ঈদে লঞ্চে অতিরিক্ত যাত্রী না তোলার আহ্বান নৌমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৭ জুন ॥ ঈদের সময় অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ, জাহাজ, স্টিমারে ঝুকিঁপূর্ণভাবে না চলাচলের আহ্বান জানিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, যারা অতিরিক্ত ভাড়া আদায় করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বুধবার সকালে ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাট পরিদর্শনকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, আসন্ন ঈদে আমাদের নৌ-যানগুলো স্থানীয়ভাবে ডাবল ট্রিপ দেবে। আমাদের নৌযানগুলো বর্তমানে অনেক আধুনিক। জাহাজের মধ্যে লিফট রয়েছে। রয়েছে ওয়াই-ফাই। এছাড়া সব ধরনের ডিজিটাল ব্যবস্থাপনা রয়েছে নৌযানগুলোতে। ঈদে লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী না ওঠার আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, ঘাটগুলোতে ম্যাজিস্ট্রেট থাকবে। যাতে ঝুঁকিপূর্ণ অবস্থায় কোন জাহাজে যাত্রী না তোলা হয়। তা ছাড়া লঞ্চের ছাদে কোন যাত্রী না ওঠার জন্য মন্ত্রী আহ্বান জানান। এছাড়া বাড়তি কোন ভাড়া আদায় করা হবে না বলেও মন্ত্রী জানান। শাজাহান খান বলেন, আগের তুলনায় আমরা জাহাজ বাড়াচ্ছি। ফেরি বাড়াচ্ছি। আগামী বছর আরও চারটি অত্যাধুনিক জাহাজ বরিশাল-চট্টগ্র্রাম নৌরুটে চালু হবে। এ সময় উপস্থিত ছিলেনÑ বিআইডব্লিউটিসি চেয়ারম্যান ড. জ্ঞানরঞ্জন শীল, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মোজাম্মেল হক, জেলা প্রশাসক সেলিমউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফউদ্দিন শাহিন, বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
×