ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলি ॥ মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৪:১৮, ৮ জুন ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের গুলি ॥ মাদক বিক্রেতা নিহত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ মঙ্গলবার রাতে কসবার গোপীনাথপুরের চ-িধার বাড়ির পশ্চিম পাশে পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হয়েছে এক মাদক বিক্রেতা। পুলিশ জানিয়েছে, নিহত ইব্রাহীমের (৩২) বিরুদ্ধে কসবা থানায় মামলা নেই। রাতে গোপীনাথপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ মাদকবিরোধী অভিযানে বের হয়। এ সময় লতুয়ামুড়া গ্রামে পূর্বপাড়া ইব্রাহীমের বাড়িতে অভিযান চালানো হয়। তার বসতঘর হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় ইব্রাহিমের স্ত্রী রেনুয়ারা বেগমকে আটক করে। থানায় নিয়ে যাওয়ার সময় গভীর রাতে চ-িদ্বার গ্রামে বিকাশ দাসের বাড়ির পূর্ব পাশে কুইয়াপানিয়া পাকা রাস্তার ওপর ইব্রাহিম ও অন্যান্য সহযোগী দেশী অস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা এসআই রফিকুল ইসলামকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করে। এতে সে রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় কনস্টেবল মহিউদ্দিন ও সুমন ঘোষ আহত হয়। পুলিশ ১৮ রাউন্ড গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ দাবি করেন, ঘটনাস্থলের আশপাশ থেকে তিনটি রামদা, একটা দা, তিন রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে। পুলিশ জানায়, ঘটনার পর তারা অভিযান চালিয়ে ইব্রাহিমের স্ত্রীসহ ১৫ নারী-পুরুষকে গ্রেফতার করেছে। এদিকে উপজেলার চেয়ারম্যান এ্যাডভোকেট আনিছুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, পুলিশের গ্রেফতারে ১৫ জনের মধ্যে অনেক নিরপরাধ মানুষও রয়েছে। তবে তিনি মাদক বিক্রেতা ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।
×