ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোরে দর্জিবাড়িতে বাড়ছে ভিড় ॥ ব্যস্ত কারিগর

প্রকাশিত: ০৪:১৭, ৮ জুন ২০১৭

যশোরে দর্জিবাড়িতে বাড়ছে ভিড় ॥ ব্যস্ত কারিগর

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ পোশাকের কাপড়, রং-বুনন-ডিজাইন সব মনের মতন। কিন্তু শেষমেশ দেখা গেল, মাপ যুতসই হচ্ছে না। হয় ঝুল অনেক বেশি; নয়তো অনেক কম কিংবা গায়ে চাপানো, একেবারে আঁটোসাঁটো। রেডিমেড পোশাক কেনার এসব বিড়ম্বনা এড়িয়ে চলতে চান অনেকেই। তাই যুতসই মাপে পছন্দের ড্রেস বানাতে অনেকেই এখন ছুটছেন দর্জিবাড়ি। ফলে ঈদের বাজারে ব্যস্ততা বেড়েছে মার্কেটপাড়াসহ পাড়া-মহল্লার টেইলারিং শপে। সেলাই মেশিনের একটানা শব্দের মাঝে আনন্দঘন ব্যস্ততায় যশোরের দর্জিবাড়ির কারিগররা। যশোর শহরের বিভিন্ন দর্জিবাড়ি ঘুরে দেখা গেছে, গলায় ফিতে ঝুলিয়ে রঙিন চক দিয়ে কাপড়ে দাগ কাটছেন কাটিং মাস্টাররা। ‘ঘচঘচ’ করে কাপড়ে কাঁচি চালাচ্ছেন। সযতেœ মেপে মেপে কাপড় কেটে বিভিন্ন ডিজাইনের পোশাকের আকার আনছেন। এরকম ব্যস্ততার মাঝে যখন কোন গ্রাহক পোশাক বানাতে আসছেন ঝটপট মাপজোক নিয়ে নিচ্ছেন। মাস্টারের হাতে কাপড় কাটা শেষ হলে সেলাইয়ের জন্য চলে যাচ্ছে কারিগরদের কাছে। এরকম দৃশ্য শহরের মার্কেটপাড়ার বিভিন্ন নামীদামী দর্জিবাড়ি থেকে পাড়া-মহল্লার টেইলারিং শপে। দর্জিবাড়ি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের আগ থেকেই কমবেশি পোশাক তৈরির অর্ডার আসছে। রোজার পর থেকে অর্ডার বাড়ছে। ফলে কাজের চাপ ও ব্যস্ততা বেড়েছে। ঈদ যত ঘনিয়ে আসবে তত বাড়বে কাজের চাপ। বাড়বে ঈদ বাজারের ব্যস্ততা। শহরের রেলগেট তেঁতুলতলার ঐশী টেইলার্সের স্বত্ত্বাধিকারী আরমান হোসেন লাবু জানান, রোজার আগে থেকেই পোশাকের অর্ডার আসছে। ভিড় বাড়ার আগেই ছিট কাপড় কিনে পোশাক বানানোর ঝামেলা সেরে ফেলতে চাইছেন। গত দুইদিন শহরের ছিট কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা বাড়তে দেখা গেছে। গত শুক্রবার ছুটির দিন থাকায় বাজারে মানুষের সমাগমও ছিল তুলনামূলক বেশি।
×