ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাতারে প্রবাসী বাংলাদেশীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ

প্রকাশিত: ০৯:২১, ৭ জুন ২০১৭

কাতারে প্রবাসী বাংলাদেশীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ

বিডিনিউজ ॥ কাতারের সঙ্গে প্রতিবেশী কয়েকটি দেশের কূটনৈতিক বিরোধের প্রেক্ষাপটে দেশটিতে থাকা বাংলাদেশীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। যে কোন পরিস্থিতিতে যোগাযোগ করতে প্রবাসীদের পরামর্শ দিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা ‘নিবিড়ভাবে’ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। আরব অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে সোমবার কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়েমেন ও মিসর। দেশগুলোর অভিযোগ, ইসলামিক স্টেট (আইএস), আল কায়েদা, মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে ‘মদদ দিচ্ছে’ কাতার। ইয়েমেন বাদে বাকি দেশগুলো কাতারের সঙ্গে আকাশ, নৌ ও সড়ক পথে যোগাযোগ স্থগিতের ঘোষণাও দিয়েছে। আরব দেশগুলোর ওই ঘোষণার পর সেখানে বসবাস করা বাংলাদেশীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরির প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাস এই বিবৃতি দিল। কাতারে চার লাখের মতো বাংলাদেশী রয়েছে। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনের প্রত্যাশী দেশটিতে বড় ধরনের কর্মযজ্ঞ ঘিরে বাংলাদেশের শ্রম বাজারও বড় হচ্ছে। প্রবাসীদের মাঝে প্রচার করা বিজ্ঞপ্তিটিতে এই পরিস্থিতিতে বাংলাদেশীদের নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ করতে বলা হয়েছে।
×