ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সবার আগে সেমিতে ইংল্যান্ড

প্রকাশিত: ০৯:২০, ৭ জুন ২০১৭

সবার আগে সেমিতে ইংল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ইংল্যান্ড সবার আগে সেমিফাইনালে উঠেছে। মঙ্গলবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে তারা ৮৭ রানে হারিয়ে দেয় নিউজিল্যান্ডকে। এর ফলে টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করল ইংলিশরা। গ্রুপের বাকি তিন দলেরই একটি করে ম্যাচ বাকি আছে, অস্ট্রেলিয়ার পয়েন্ট সর্বোচ্চ ২ হওয়াতে শুধু তাদেরই ৪ পয়েন্ট অর্জনের সম্ভাবনা আছে। এ কারণে নিশ্চিত হলো ইয়ন মরগানের দলটির সেমিতে ওঠা। তবে এই হারের পরও ২ ম্যাচে ১ পয়েন্ট অর্জন করা কিউইদের সম্ভাবনা টিকে আছে। আগে ব্যাট করে ৩১০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড, জবাবে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয় ৩৩ বল আগে মাত্র ২২৩ রানে। টস জিতে আগে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ৩৭ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ৮১ রানের জুটি গড়েন এ্যালেক্স হেলস ও জো রুট। উভয়ে অর্ধশতক হাঁকিয়ে ইংল্যান্ডকে ভাল একটা সংগ্রহের ভিত দেন। তবে এডাম মিলনে ও কোরি এ্যান্ডারসনের দারুণ বোলিংয়ে কিছুটা নিয়ন্ত্রণে ফিরেছিল কিউই বোলাররা। হেলস ৬২ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৬, রুট ৬৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬৪ রানে ফিরে যান। কিন্তু পরে বেন স্টোকসের ৫৩ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৮ এবং জশ বাটলারের ৪৮ বলে ২ চার ও ২ ছক্কায় মারমুখী হার না মানা ৬১ রানে তিন শ’ পেরিয়ে যায় ইংলিশদের ইনিংস। ৪৯.৩ ওভারে ৩১০ রানে গুটিয়ে যায় তারা। তিনটি করে উইকেট নেন এ্যান্ডারসন ও মিলনে। জবাব দিতে নেমে প্রথম ওভারেই লুক রনকি (০) সাজঘরে ফেরার পর দলীয় ৬৩ রানে অন্যতম ব্যাটিং স্তম্ভ মার্টিন গাপটিল (৩৩ বলে ২৭) আউট হলে চাপে পরে কিউইরা। তবে অধিনায়ক কেন উইলিয়ামসন ও অভিজ্ঞ রস টেইলর ৯৫ রানের জুটি গড়ে দারুণভাবে সামাল দেন পরিস্থিতি। কিন্তু উইলিয়ামসন ৯৮ বলে ৮ চারে ৮৭ ও টেইলর ৫৯ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরার পর ইংলিশ বোলারদের দাপটে আর টিকতে পারেননি কোন কিউই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ৪৪.৩ ওভারে ২২৩ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। লিয়াম প্লাঙ্কেট ৫৫ রানে ৪টি এবং জেক বল ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন।
×