ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি

প্রকাশিত: ০৫:১১, ৭ জুন ২০১৭

চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি

স্টাফ রিপোর্টার ॥ চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতৃবৃন্দ। তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে চিকিৎসক নির্যাতন ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনা বেড়েই চলেছে। নিরাপদ কর্মস্থল ও কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন এখন সময়ের দাবি। আমাদের দাবি না মানা হলে পবিত্র ঈদের পরে এ দেশের সকল পর্যায়ের চিকিৎসক ও চিকিৎসক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বিএমএ আরও বৃহৎ কর্মসূচী দিতে বাধ্য হবে। চিকিৎসক ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বি এম এ সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ এ্যাসোসিয়েশনের মহাসচিব ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ তারিক মেহেদী পারভেজ, কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ। রাজধানীর বিভিন্ন স্থান থেকে আগত চিকিৎসকরা সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। দেশের প্রতিটি বিভাগীয় শহরে বি এম এ ঘোষিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, ৫২’র মহান ভাষা আন্দোলন, ৭১’র মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ দেশের প্রতিটি স্বাধিকার ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে এ দেশের চিকিৎসকরা উজ্জ্বল ভূমিকা রেখেছেন। বর্তমান সরকারের সময়ে স্বাস্থ্য খাতে যা কিছু অর্জন তার প্রতিটিতেই এ দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অবদান অনস্বীকার্য। এ দেশের প্রতিটি হাসপাতালে চিকিৎসকরা অনেক প্রতিকূল পরিবেশে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। অধিকাংশ হাসপাতালে বরাদ্দকৃত বিছানার তুলনায় দ্বিগুণ- তিনগুণ রোগী ভর্তি হলেও চিকিৎসকরা সেখানে হাসিমুখে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করে থাকেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এত কষ্ট করে চিকিৎসাসেবা প্রদান করার পরও অনেক সময় অন্যায়ভাবে ভুল চিকিৎসার অভিযোগ এনে চিকিৎসকদের ওপর হামলা, মামলা ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ভাংচুর করা হচ্ছে। যা দেশবাসী কখনো কামনা করে না। বক্তারা আরও বলেন, নিরাপদ কর্মস্থল ও কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন এখন সময়ের দাবি। আমাদের দাবি না মানা হলে পবিত্র ঈদের পরে এ দেশের সকল পর্যায়ের চিকিৎসক ও চিকিৎসক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে বিএমএ আরও বৃহৎ কর্মসূচী দিতে বাধ্য হবে। বক্তারা গত ১৮ মে ঢাকাস্থ সেন্ট্রাল হাসপাতালে বহিরাগতদের হামলায় আহত চিকিৎসকদের রক্তের সঙ্গে বেঈমানী করে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী সন্ত্রাসী ও তাদের মদদদাতাদের সঙ্গে আপোস করায় তীব্র নিন্দা জানান। ইতোমধ্যে এ দেশের প্রথিতযশা চিকিৎসক অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল্লাহ সেন্ট্রাল হাসপাতালে রোগী দেখা বন্ধ করে দেয়ায় তাকে সাধুবাদ জানান এবং অন্যান্য চিকিৎসককেও সেন্ট্রাল হাসপাতালকে ‘না’ বলার আহ্বান জানান। মাসব্যাপী কালোব্যাজ ধারণ, আগামী ১১ জুন সারাদেশে হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের সামনে দুপুর বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন এবং ১৮ জুন দিনব্যাপী প্রাইভেট প্র্যাকটিস বন্ধ কর্মসূচীতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানান বিএমএ নেতৃবৃন্দ।
×