ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চার ডাকাত গ্রেফতার

রমনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:০৯, ৭ জুন ২০১৭

রমনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রমনায় একটি বহুতল নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে হাজারীবাগে আন্তঃজেলা ডাকাত দলের পেশাদার চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর রমনায় ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের বিপরীত পাশে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছেন সায়েম (২৩), জয়নুল (২২) ও জাহাঙ্গীর ওরফে ইদ্রিস আলী (২৪)। নিহতদের গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে ওই এলাকায় রূপায়ন ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ১০ তলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় হঠাৎ দড়ি ছিঁড়ে তারা নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাদের বিকেল তিনটার দিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহত শ্রমিকদের সহকর্মী ইসমাইল মিয়া জানান, ১০ তলা ভবনের লিফটের খালি জায়গায় ঝুলন্ত মাচা তৈরি করে কাজ করছিলেন তারা। হঠাৎ করে তিনজনই এক সঙ্গে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ঢাকা মেডিক্যালে নেয়া হয়। এ সময় ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। এদিকে রাজধানীর হাজারীবাগে আন্তঃজেলা ডাকাত দলের পেশাদার চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃতরা হচ্ছে কামরাঙ্গীরচরের আফজাল হোসেন (৪৫), হাজারীবাগের সায়েদ মোল্লা ওরফে সায়েম ওরফে সায়েদুল (৫৫), শান্ত মিয়া ওরফে আসাদুজ্জামান ও ফরিদপুরের নুরুমিয়া ওরফে নুরু মাদবর (৪০)। র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের পলাতক আসামি। র‌্যাব সদর দফতরের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, মঙ্গলবার ভোরে র‌্যাব-২ এর একটি দল হাজারীবাগের বেড়িবাঁধ এলাকার ম্যাটাডোর কোম্পানির সামনে থেকে তাদের গ্রেফতার করে। তিনি জানান, হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৭-৮ আসামি জমায়েত হওয়ার খবর সংবাদ পান র‌্যাব-২ এর ওই দলটি। পরে ম্যাটাডোর কোম্পানির সামনে থেকে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়। মুফতি মাহমুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাকৃত জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে খুলনার রূপসা, ঢাকার সাভার, ফরিদপুরের নগরকান্দা, মাদারীপুর, শিবচর, ফরিদপুর, ভাঙ্গা, মুন্সীগঞ্জের লৌহজং এবং টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে হাজারীবাগ থানা মামলা হয়েছে।
×