ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রেকর্ড গড়তে ব্যর্থ দিবাবা

প্রকাশিত: ০৫:০৬, ৭ জুন ২০১৭

রেকর্ড গড়তে ব্যর্থ দিবাবা

স্পোর্টস রিপোর্টার ॥ অযাচিত একটা ঘটনা ঘটেছিল। দৌড়ানোর সময় জুতাজোড়া সমস্যা করছিল এবং খুলেও গিয়েছিল। কিন্তু সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে অস্বাভাবিক গতি তুলে জয় ছিনিয়ে নিয়েছেন সেলিফাইন চেসপোল। বিস্ময়কর এ বিজয় তুলে নিয়েছেন ১৮ বছর বয়সী কেনিয়ার এ উদীয়মান তারকা মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেসে। শুধু জেতেননি, ইতিহাসের দ্বিতীয় সেরা টাইমিংও গড়েছেন সেলিফাইন। যুক্তরাষ্ট্রের ইউজিনে প্রোফন্টেইন ক্ল্যাসিক ডায়মন্ড লীগের প্রথমদিনেই এমন চমক দেখিয়েছেন এ কেনিয়ান তরুণী। কিন্তু মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে হতাশ করেছেন ইথিওপিয়ার তারকা গেনজেবে দিবাবা। জিতলেও বিশ্বরেকর্ড গড়ার সুযোগ হাতছাড়া করেছেন তিনি। উল্টো নিজের সেরা টাইমিংটাই ছুঁতে পারেননি তিনি। মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেস দারুণ জমজমাট হয়ে ওঠে শুরু থেকেই। প্রথম দিকেই চমক হিসেবে কেনিয়ান তরুণী সেলিফাইনের জুতাকা-। জুতা খুলে যাওয়াতে হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়েছিলেন এ তরুণী। সেই সুবাদে অনেকখানি এগিয়ে যান অন্যতম ফেবারিট রুথ জেবেট ও বিয়াট্রিস চেপকোয়েচ। অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বরেকর্ডধারী জেবেট নিঃসন্দেহে এই রেস জিতবেন এমনটাই ছিল অনুমিত। আর একজন প্রতিপক্ষ এভাবে সমস্যায় পড়ার কারণে তার জয় পাওয়াটা যেন আরও সহজতর দিকে ধাবিত হয়। কিন্তু তখনও চমক শেষ হয়ে যায়নি। অভাবনীয় গতিতে দৌড় শুরু করেন সেলিফাইন। এ তিন দৌড়বিদের মধ্যে শুরু হয়ে যায় টানটান উত্তেজনাপূর্ণ তীব্র লড়াই। ইউজিনের হেওয়ার্ড ফিল্ডের মাটি কেঁপে ওঠে। বিধ্বংসী গতির ঝড় তুলে অনায়াসে প্রতিপক্ষদের ধরে ফেলেন সেলিফাইন। শেষ পর্যন্ত কেনিয়ান বংশোদ্ভূত বাহরাইনের বিশ্বরেকর্ডধারী জেবেট পেছনে পড়লেন। অবিশ্বাস্যভাবে জয় তুলে নেন সেলিফাইন। তিনি সবমিলিয়ে সময় নেন ৮ মিনিট ৫৮.৭৮ সেকেন্ড। এটি আজ পর্যন্ত মেয়েদের ৩০০০ মিটার স্টিপলচেসের ইতিহাসে দ্বিতীয় সেরা টাইমিং। সেরা টাইমিং জেবেটেরই, তিনি বিশ্বরেকর্ড গড়েছিলেন ৮ মিনিট ৫২.৭৮ সেকেন্ড সময় নিয়ে। দু’দিনের এই ইভেন্টের প্রথম দিনেই সেলিফাইন এমন জয় তুলে নিয়ে বিশ্বব্যাপী আলোচনার জন্ম দিয়েছেন। দিনের চমক আরও ছিল। রাতে দিবাবার ৫০০০ মিটারে নজর ছিল সবার। তার বড় বোন তিরুনেশ দিবাবা ২০০৮ সালে ১৪ মিনিট ১১.১৫ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। প্রতি রেসেই তাই দিবাবার দিকে নজর থাকে কখন তিনি রেকর্ডটা ভাঙ্গবেন। কিন্তু বরাবরের মতো এবারও ব্যর্থ হয়েছেন তিনি। ১৫০০ মিটারের বিশ্বচ্যাম্পিয়ন দিবাবা শেষ পর্যন্ত ১৪ মিনিট ২৫.২২ সেকেন্ড সময় নিয়ে সমাপ্ত করেছেন। নিজেরই সেরা টাইমিং ছিল ১৪ মিনিট ১৫.৪১ সেকেন্ড। সেটা ২০১৫ সালে গড়েছিলেন। নিজেকেই পেছনে ফেলতে পারেননি তিনি। লিলিয়ান রেনগেরুক দ্বিতীয় হয়েছেন ১৪ মিনিট ৩৬.৮০ সেকেন্ড সময় নিয়ে। হল্যান্ডের সিফান হাসান তৃতীয় হন। লং জাম্পে ২০১২ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ব্রিটনি রিজ ওয়ার্ল্ড লিডিং ৭.০১ মিটার (২৩ ফুট) পেরিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন। রিও অলিম্পিকে স্বর্ণজয়ী স্বদেশী তিয়ানা বার্তোলেত্তাকে হারিয়ে দিয়েছেন তিনি। তিয়ানা মাত্র ৬.৮৩ মিটার পেরোতে সক্ষম হয়েছেন এদিন। মহিলাদের বর্শা নিক্ষেপে বেলারুশের তাতসিয়ানা খালাদোভিচ জিতেছেন গত অলিম্পিকে স্বর্ণজয়ী ক্রোয়েশিয়ার সারা কোলাক এবং চেকপ্রজাতন্ত্রের বিশ্বরেকর্ডধারী বারবোরা স্পোটাকোভাকে পেছনে ফেলে।
×