ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইতিহাসের সেরা সি আর সেভেন

প্রকাশিত: ০৫:০৬, ৭ জুন ২০১৭

ইতিহাসের সেরা সি আর সেভেন

চারদিকে এখন শুধুই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রশংসা। পর্তুগীজ সুপারস্টার যা করেছেন তাতে এটাই স্বাভাবিক। রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন রেকর্ড চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি। এরপর অনেকটাই নিশ্চিত হয়ে গেছে আগামী ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি’অর রোনাল্ডোই ঝুলিতেই যাচ্ছে। এমনটা বলছেন প্রায় সবাই। নতুন করে প্রমাণ করার কিছু নেই। রোনাল্ডো যা করে চলেছেন তা রীতিমতো অবিশ্বাস্য। একের পর এক বিস্ময় উপহার দিয়ে চলেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। বিশেষ করে এবারের চ্যাম্পিয়ন্স লীগে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ৩ জুন রাতে রিয়ালকে শিরোপা জেতাতে রেখেছেন সবচেয়ে অগ্রণী ভূমিকা। করেছেন জোড়া গোল। এর মধ্যে দিয়ে তিনটি গৌরবময় রেকর্ড গড়েছেন সি আর সেভেন। এগুলো হলোÑ এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে টপকে। প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি ফাইনালে গোল করার রেকর্ড। দেশ ও ক্লাব মিলিয়ে ৬০০ গোলের মাইলফলক। অনন্য অর্জনের পর রোনাল্ডো বলেছেন, পরপর দুই বছর প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিততে পেরে আমরা সত্যিই আনন্দিত। মৌসুমটা আমি দারুণভাবে শেষ করেছি। এটা আরেকটি রেকর্ড, আর এই রেকর্ড খেলোয়াড়দের প্রাপ্য ছিল। কোয়ার্টার ফাইনালে বেয়ার্ন মিউনিখেল বিপক্ষে দুই লেগে পাঁচ গোল, সেমিফাইনালে এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক, ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে দুই গোল। রোনাল্ডো রীতিমতো অপ্রতিরোধ্য, দুর্বার। ফাইনাল ম্যাচের ২০ মিনিটে রোনাল্ডোর গোলে এগিয়ে যায় রিয়াল। এই গোলের মধ্য দিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লীগের তিন ফাইনালে গোলের রেকর্ড গড়েছেন পর্তুগীজ তারকা। ২০০৮ সালে ফাইনালে ম্যানইউর হয়ে প্রথমবার, ২০১৪ সালের ফাইনালে এ্যাটলেটিকোর বিপক্ষে দ্বিতীয়বার গোল করেছিলেন। কার্ডিফে এল তৃতীয় ফাইনাল গোল। তবে সবই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লীগ নাম নেয়ার পর। কেননা ইউরোপিয়ান কাপের আমলে সাবেক রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো টানা পাঁচটি ফাইনালে গোল করার কীর্তি গড়ে রেখেছেন। ৬৪ মিনিটে রোনাল্ডোর দ্বিতীয় গোলে শিরোপা থেকে ছিটকে যায় জুভরা। এটি আসরে রোনাল্ডোর ১২তম গোল। তাতে বার্সিলোনার লিওনেল মেসিকে (১১) টপকে চলতি আসরে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন পর্তুগীজ অধিনায়ক। সেই সঙ্গে ক্লাব ও দেশ মিলিয়ে ৬০০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন পঞ্চমবার বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে এগিয়ে থাকা সি আর সেভেন। এই গোলের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের জার্সিতে ৫২৯ গোল। বাকি ৭১ গোল পর্তুগালের জার্সিতে করেছেন। বর্ণিল রাতে রঙিন ক্যারিয়ারে আরও তিনটি অনন্য অর্জনের পালক যুক্ত করেছেন উচ্ছ্বসিত রোনাল্ডো। তিনি বলেন, এজন্যই আমি নিজেকে প্রস্তুত করেছি। বড় শিরোপাগুলো জিততে মৌসুমের শেষে আপনাকে দারুণ কিছুই করতে হবে। সবমিলিয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগে মোট ১০৫ গোল করেছেন রোনাল্ডো। অথচ শতক হাঁকানো হয়নি আর কারও। রোনাল্ডো রেকর্ড করলেও পারেননি অধিনায়ক সার্জিও রামোস। ২০১৪ ও ২০১৬ সালের দুটি ফাইনালের লস ব্লাঙ্কোসদের হয়ে এ্যাটলেটিকোর বিপক্ষে গোল করেছিলেন তারকা এই ডিফেন্ডার। কিন্তু এবার পারেননি তিনি। প্রথম কোচ হিসেবে টানা দুই মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ জেতা কোচ জিনেদিন জিদানের প্রশংসা করেছেন রোনাল্ডো। তিনি জানিয়েছেন, দলের এই অবিশ্বাস্য সাফল্যে ফরাসী কোচের অবদান কতটা। সি আর সেভেন বলেন, প্রথমার্ধ শেষে জিদান আমাদের খুব ইতিবাচক কিছু কথা বলেছিলেন। বলেছিলেন, তিনি আমাদের প্রতি সত্যিই বিশ্বাস রাখেন। মৌসুমের শেষটা আমরা অবিশ্বাস্য করেছি। আমরাই প্রথম দল হিসেবে টানা দুই বছরে এটা জিতলাম এবং আমি দুই গোল করেছি। চ্যাম্পিয়ন্স লীগের চতুর্থ শিরোপা জয়ের পর রোনাল্ডোর এখন নিজেকে তরুণের মতোই মনে হচ্ছে। এ কারণে আসন্ন কনফেডারেশন্স কাপে জাতীয় দলের হয়ে খেলতে মুখিয়ে আছেন পর্তুগীজ এই ফরোয়ার্ড। মৌসুম শেষ হওয়ায় অধিকাংশ খেলোয়াড়ই এখন ছুটি কাটাবেন। রোনাল্ডোর সে সুযোগ নেই। পর্তুগালের হয়ে রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে লড়তে হবে এবার। রিয়াল তারকাও জানালেন মৌসুম যতই লম্বা হোক, তার অনুপ্রেরণার কমতি নেই। রোনাল্ডো বলেন, দুই বা তিন দিনের বিশ্রাম নেয়ার সময় আছে আমার। এরপর পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাই ও কনফেডারেশন্স কাপের ম্যাচ আছে। এটা লম্বা মৌসুম কিন্তু আমি অনুপ্রাণিত। আমি খুশি এবং আমার বয়স স্রেফ একটা সংখ্যা। আমার নিজেকে একজন তরুণের মতো লাগছে। সি আর সেভেন বলেন, এখন আমার প্রধান লক্ষ্য জাতীয় দলের হয়ে কনফেডারেশন্স কাপ জয় করা। বিশ্বরেকর্ড গড়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ইতোমধ্যে ইংল্যান্ডের কার্ডিফ থেকে নিজ দেশে স্পেনে ফিরেছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের সান্টিয়াগো বার্নাব্যুতে বিজয়ী বীরদের রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে। সেখানে ৮১ হাজার দর্শক রোনাল্ডো, মার্সেলো, ইস্কো, মডরিচ, ক্রুসদের ফুলের ভালবাসায় সিক্ত করেন। সবাই একই সুরে বলেছেন, ‘ক্রিশ্চিয়ানোই জিতবে ব্যালন ডি’অর। দারুণ ফুরফুরে মেজাজে থাকা পর্তুগীজ সুপারস্টারের এবারের মিশন ফিফা কনফেডারেশন্স কাপ। চলতি মাসেই শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসর। এখানে চ্যাম্পিয়ন হওয়ার দিকেই এখন মনোনিবেশ করতে চান ৩২ বছর বয়সী রোনাল্ডো। ২০০৮, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে ফিফা ব্যালন ডি’অর জিতেছেন রোনাল্ডো। ২০১৭ সালের পুরস্কারটাও তার শোকেসে যাচ্ছে বলে ধারণা করছেন সবাই। এ প্রসঙ্গে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্টিনো পেরেজ বলেন, ক্রিশ্চিয়ানোর চেয়ে এই পুরস্কার পাওয়ার বেশি যোগ্য আর কেউ নেই। কার্ডিফ থেকে মাদ্রিদে ফিরে বিরোচিত অভ্যর্থনায় সিক্ত হয়েছে রিয়াল টিম। হোমভেন্যু সান্টিয়াগো বার্নাব্যুতে যাওয়ার আগে ছাদখোলা বাসে সমর্থকদের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উদযাপনে মাতেন রামোস, নাভাসরা। টাউন হলে রিয়াল খেলোয়াড়দের অভিবাদন জানান মাদ্রিদের মেয়র। রাস্তায় অপেক্ষায় থাকেন বিপুল পরিমাণ ভক্ত-সমর্থক। বিজয়ের বেশে মাদ্রিদের রাস্তা প্রদক্ষিণ করেন ফুটবলারারা। চারপাশ ‘চ্যাম্পিয়ন’ ‘চ্যাম্পিয়ন’ সেøাগানে মুখরিত হয়ে উঠে। সাদা পতাকায় ছেয়ে যায় সিটি সেন্টার। সাদা বাসে শোভা পায় ‘চ্যাম্পিয়নস ১২’ ম্যাসেজ। রাজধানীর সিবেলেস চত্বরে মূর্তির পাশে দাঁড়িয়ে উৎফুল্ল ভক্তদের জন্য গর্বের সঙ্গে ট্রফি উঁচিয়ে ধরেন অধিনায়ক সার্জিও রামোস ও মার্সেলো। সমর্থকদের সামনে রেখে মাদ্রিদ ব্যালকনিতে ট্রফির সঙ্গে পোজ দেয়া একটি ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেন রামোস। ক্যাপশন জুড়ে দেন, ‘ইট’স এ্যাওয়ার্স, ইট’স ইউরস।’ সতীর্থ গ্যারেথ বেলও সোস্যাল মিডিয়া পোস্টে ভক্তদের সঙ্গে শিরোপা উদযাপনের ছবি দিয়ে অভিমত ব্যক্ত করেন। সমর্থকদের সঙ্গে উদযাপনে মাতার আগে শুরুতে মাদ্রিদের সিটি হলে প্লেয়ারদের স্বাগত জানানো হয়। মাদ্রিদের আঞ্চলিক সরকার প্রধান ক্রিশ্চিনা সিফুয়েন্টেস বিজয়ী বীরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তার হাতে ক্লাবের ১২তম ইউরোপিয়ান ট্রফি জয়ের সৌজন্য জার্সি তুলে দেন রামোস। সিটি মেয়র ম্যানুয়েলা কার্মেনা নিজের নামে জার্সি উপহার পান। জার্সি গায়ে পোজ দেয়ার আগে রামোসের সঙ্গে ট্রফি তুলে ধরেন সিফুয়েন্টেস। এভাবেই রাত নেমে আসে মাদ্রিদে। আতশবাজি ও লাইটিংয়ে ভরপুর বার্নাব্যু স্টেডিয়ামের মাঝে স্টেজে সমর্থকরা তাদের হিরোদের বক্তব্য উপভোগ করেন।
×